এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)। জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক ধারাবাহিক অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছেন দর্শকমহলে। দুর্দান্ত অভিনয় দক্ষতায় এই কদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়ালের নায়ক নির্ঝর ওরফে ডোডো,মৌ এবং চাঁদনী (Dodo,Mou,Chandni)।
সিরিয়ালে ডোডো চরিত্রে অর্পণ ঘোষাল মৌয়ের চরিত্রে স্বীকৃতি মজুমদার এবং চাঁদনী চরিত্রের দেবপর্ণার অভিনয় এক কথায় অনবদ্য। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে ঠিক হয়ে আছে চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক তাঁদের।
কিন্তু আচমকাই পরিবার,পরিস্থিতির চাপে ওলট-পালট হয়ে যায় সবটা। একপ্রকার বাধ্য হয়েই মায়ের অপছন্দের পাত্রী মৌয়ের সাথে বিয়ে করে ডোডো। যার ফলে অনিচ্ছা সত্ত্বেও চাঁদনীর সাথে ১২ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসে ডোডো।
কিন্তু বারোটা বছর অর্থাৎ এক দশকেরও বেশি সময় একটা মানুষের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসা মুখের কথা নয়। তাই বিয়ের পর মনে একপ্রকার পাথর চাপা দিয়েই নির্ঝর চাঁদনী ঠিক করেছে তাঁরা আর কোনোদিন দেখা করবে না।
( ভিডিওটি দেখার জন্য ওপরের লিঙ্কে ক্লিক করুন)
কিন্তু ভাগ্যের এমনই পরিহাস না চাইতেও আবার তাদের দেখা হয়েই গিয়েছে। রাস্তায় আচমকাই দুজন দুজনের সামনে চলে আসে তারা। এদিন সোশ্যাল সিরিয়ালের একটি ছোট ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বিচ্ছেদের পরেও ডোডো চাঁদনীকে মুখোমুখি হতে দেখে এবং একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই মার্জিত কথাবার্তা আর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক।
আসলে এখন বেশিরভাগ বাংলা সিরিয়ালের দেখা যায় প্রাক্তন প্রেমিকের বিয়ে হয়ে গেলে তাঁকে ভুলতে না পেরে তাঁর সংসার ভাঙতে মরিয়া হয়ে ওঠে প্রাক্তন প্রেমিকা। সেদিক দিয়ে দেখতে গেলে একেবারেই আলাদা মেয়েবেলার চাঁদিনী। তাঁর সুন্দর মার্জিত ব্যবহার প্রতি মুহূর্তে মুগ্ধ করছে দর্শকদের।