• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নববর্ষে মিত্র বাড়িতে পুলিশ! পিসেমসাইয়ের নোংরা চক্রান্ত ভেস্তে দিতে ঢাল হয়ে দাঁড়াল ডোডো

Published on:

Meyebela Police at Mitra House Dodo ready to protect everyone

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় রুচিশীল এবং একইসাথে বাস্তবিকতায় মোড়া মার্জিত একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে বেরিয়ে ভিন্ন স্বাদের এই সিরিয়ালের মূল ইউএসপি হল মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ।

এই সিরিয়ালের প্রত্যেকটা বিষয়বস্তু, থেকে শুরু করে দুর্দান্ত কাস্টিং আর সেইসাথে প্রত্যেকের নিঁখুত অভিনয় অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে। জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক সিরিয়ালে তাঁর ছেলে ডোডো-মৌয়ের (Dodo-Mou) সম্পর্কের নতুন সমীকরণের পাশাপাশি ২০ বছর আগে নির্যাতিত টিকলির কাহিনীও মন ছুঁয়েছে দর্শকদের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,ডোডো,Dodo,মৌ,Mou,বিথী Bithi,নতুন প্রোমো,New Promo

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন কুড়ি বছর আগের দোলের দিনের কালো অতীত থেকে সদ্য টিকলিকে টেনে বার করে এনেছে মৌ। আর টিকলির সাথে সাথে এই অন্যায় করেছিল মিত্র বাড়ির বড়জামাই। কিন্তু এত কিছুর পরেও লজ্জা নেই শয়তান পিসেমশাই সুবোধ দাসগুপ্তের। তিনি আবার পেশায় ডাক্তার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,ডোডো,Dodo,মৌ,Mou,বিথী Bithi,নতুন প্রোমো,New Promo

 

তাই ক্ষমতার দম্ভেই বুক চিতিয়ে সকলের চোখের সামনেই নোংরা কাজকর্ম করেন তিনি। যদিও সম্প্রতি দেখা গিয়েছে মিত্র বাড়ির মেয়ে বউরা সবাই মিলে তাকে উচিত শিক্ষা দিয়েছে। এবার তারই পাল্টা হিসেবে প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ছক কষেছেন তিনি।

 

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,ডোডো,Dodo,মৌ,Mou,বিথী Bithi,নতুন প্রোমো,New Promo

এরই মধ্যে প্রকাশ্যে এসেছেন মেয়েবেলার এক নতুন প্রমো (New Promo)। সেখানে দেখা যাচ্ছে নতুন বছরের শুরুতে মিত্রবাড়ির সমস্ত সদস্যরা খাওয়া-দাওয়া করে হাসি মজায় নতুন বছরের শুরুর দিন টা উদযাপনে মেতে উঠেছেন। এমন সময় বাড়িতে এসে হাজির পুলিশ।

আর এসেই তিনি সমস্ত আনন্দটাই মাটি করে দিয়ে জানান মোনা মিত্র ডক্টর সুবোধ দাসগুপ্তের অভিযোগের ভিত্তিতে মিত্র বাড়ির সব মহিলাদের জেলে যেতে হবে। পারিবারিক একটা খুশির মুহূর্তে এমন একটা খবর শুনে মৌ-বিথীসহ চমকে ওঠেন সবাই। আর তখনই বাড়ির সবার ঢাল  হয়ে দাঁড়ায় বাড়ির ছেলে ডোডো। সকলের সামনে সে স্পষ্ট জানিয়ে দেয় কেউ কোনো অন্যায় করেনি, কাওকে বাড়ির বাইরে নিয়ে যেতে দেবে না সে। আর এটা নির্ঝর মিত্রর প্রমিস।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥