স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য শুরু হওয়া নতুন সিরিয়ালগুলোর মধ্যে একেবারে আনকোরা ‘মেয়েবেলা’ (Meyebela)। একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার ভীড়ে ভিন্ন স্বাদের এই সিরিয়ালে দর্শকদের মন কেড়েছে মিত্র বাড়ির মেয়ে বৌদের সম্পর্কের সমীকরণ। বাস্তবতার মোড়কে মোড়া এই সিরিয়ালের মূল ইউএসপি কিন্তু এটাই।
সিরিয়ালের ট্যাগ লাইন অনুযায়ী এক ছাদের নীচে থাকতে থাকতে কিভাবে মেয়েরাই মেয়েদের বন্ধু হয়ে ওঠে সেই গল্পই বলবে এই সিরিয়াল। তাই মূলত এই সিরিয়ালের বিষয়বস্তু, দুর্দান্ত কাস্টিং আর সেইসাথে প্রত্যেকের নিঁখুত অভিনয় অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছে দর্শকমহলে।
জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক ধারাবাহিকে তাঁর ছেলে ডোডো (Dodo) চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল। আর তাঁর দুই নায়িকা মৌ এবং চাঁদনী (Mou-Chandni) চরিত্রে অভিনয় করছেন স্বীকৃতি মজুমদার এবং দেবপর্ণা চক্রবর্তী। মেয়েবেলাতে এঁদের প্রত্যেকের সাবলীল অভিনয় এই অল্প কয়েকদিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে ঠিক হয়ে আছে চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু আচমকাই পরিস্থিতির চাপে ওলট-পালট হয়ে যায় সবটা। একদিকে মৌয়ের মেসো তাঁকে যেনতেন প্রকারেণ বিদায় করতে চায়। তাই ডোডোর ঠাম্মা তাঁর কাছে আর্থিক সাহায্য চাইতে গেলে তিনি মৌয়ের সাথে ডোডোর বিয়ের শর্ত দেন।
এরইমধ্যে দেখা যাচ্ছে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। যা দেখে জানা যাচ্ছে ২০ বছর হোলিতে মিত্র বাড়িতে টিকলির সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যার জন্য সেইথেকে এই বাড়িতে কেউ রং খেলেন না। সেসব অতীত না জেনেই এবারের হোলিতে মৌ টিকলিকে রং মাখাতে যায়। আর তাতেই সবাই মৌয়ের দিকে একেবারে তেড়ে আসে। তবে মৌও ঠিক করে নিয়েছে ২০ বছর আগের কালো অতীত মিটিয়ে টিকলির মনের ভয় দূর করবে সে।