• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অল্পদিনেই বাজিমাত, দর্শকদের মন কেড়ে ১০০ পর্ব পার, সেলিব্রেশনে মাতল টিম ‘মেয়েবেলা’

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,১০০ পর্ব,100 Episode,উদযাপন,Celebration

বাংলা সিরিয়ালপ্রেমী (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে বেরিয়ে একেবারে ছক ভাঙা এই সিরিয়ালের গল্প অল্প দিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। দর্শকদের ভালোবাসায় দেখতে দেখতে ১০০ পর্ব ছুঁয়ে ফেলেছে এই সিরিয়াল।

তাই আজ মেয়েবেলের সেটে কেক কেটে চললো দেদার সেলিব্রেশন। হাজির নায়ক নায়িকা মৌ ডোডো থেকে শুরু করে গোটা মিত্র পরিবার। সমস্ত কলাকুশলীরা মিলে এদিন হৈ হৈ করে সেলিব্রেট করলেন মেয়ে মেলার ১০০ পর্ব। প্রসঙ্গত এই সিরিয়ালটি যারা নিয়মিত দেখেন তারা একবাক্যে স্বীকার করবেন সাম্প্রতিক যে কোন সিরিয়াল থেকে একেবারে আলাদা এই মেয়েবেলা।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,১০০ পর্ব,100 Episode,উদযাপন,Celebration
এক ছাদের তলায় থাকতে থাকতে গড়ে ওঠা মেয়েদের সম্পর্কের সমীকরণ খুবই বাস্তবসম্মত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই আনকোরা সিরিয়ালে। তবে দর্শকদের ভালবাসা পেলেও টিআরপিতে তার ছাপ পড়েনি সেভাবে। কিন্তু এই সিরিয়ালের অনুরাগীরা মেয়েবেলাকে কোন টিআরপির মাপকাঠিতে মাপতে নারাজ।
বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,মৌ,Mou,ডোডো,Dodo,১০০ পর্ব,100 Episode,উদযাপন,Celebration
এই সিরিয়ালের নায়ক-নায়িকা মৌ-ডোডো কিন্তু বড্ড প্রিয় দর্শকদের। ইদানিং ধীরে ধীরে বদলাতে শুরু করেছে মৌ-ডোডোর সম্পর্কের সমীকরণও। সম্প্রতি তেমন একটি পর্বে দেখা গিয়েছে ডোডো মৌয়ের মেসোর কাছ থেকে নেওয়া টাকা যত তাড়াতাড়ি সম্ভব শোধ করে দিতে চায়।

এই ব্যাপারে তাকে সাহায্য করতে এগিয়ে আসে মৌ নিজে। তাই নিজে থেকেই কিছু টাকা সে তুলে দিতে চায় ডোডোর হাতে। কিন্তু ডোডো তা নিতে অস্বীকার করে। তবে টাকা না নিলেও মৌয়ের এই ব্যবহারে মুগ্ধ হয়েছে ডোডো।

তাই এদিন নিজে মুখেই বৌয়ের প্রশংসা করে ডোডো জানায় তার ভালো লেগেছে যে মৌ এইভাবে তার পাশে থাকতে চেয়েছে। এই ভিডিওটি দেখে ভক্তরা, আবার নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। সকলেই ভাবতে শুরু করেছেন এইভাবেই ধীরে ধীরে মৌ-ডোডোর সম্পর্কের বাঁধন মজবুত হবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥