ইদানিং বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে তাদের পছন্দের সিরিয়ালের তালিকা করতে দেওয়া হলে সবার প্রথমেই আসে স্টার জলসার (Star Jalsha) ‘মেয়েবেলা’ (Meyebela)। ভীড়ের মধ্যে থেকেও বিশেষ ভাবে দর্শকদের নজর কাড়ছে এই সিরিয়াল। বাস্তবতার মোড়কে মোড়া এই ধারাবাহিকের মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে মেয়েদের জীবনের বাস্তবচিত্র।
মিত্র বাড়ির মেয়ে-বৌদের সম্পর্কের সমীকরণই এই সিরিয়ালের মূল ইউএসপি। জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির এই কামব্যাক সিরিয়ালের ট্যাগ লাইন অনুযায়ী এক ছাদের নীচে থাকতে থাকতে কিভাবে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ভরসার জায়গা অর্থাৎ বন্ধু হয়ে ওঠে সেই গল্পই ফুটে উঠেছে টিভির পর্দায়।
তারকাখচিত এই ধারাবাহিকে প্রত্যেকের অভিনয় এককথায় অনবদ্য। যা অল্পদিনেই দাগ কেটেছে সিরিয়ালপ্রেমী দর্শকদের মনের মধ্যে। ধারাবাহিকে রুপা গাঙ্গুলি অভিনীত চরিত্রের নাম হয়েছে বিথী। নায়ক ডোডোর (Dodo) মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। যিনি বিয়ে হয়ে শশুরবাড়ি আসার পর থেকেই নানা ভাবে মানসিক অশান্তির শিকার।
সিরিয়ালে ডোডো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন ‘বসন্তবিলাস মেসবাড়ি’ খ্যাত অর্পণ ঘোষাল। আর মৌয়ের চরিত্রে অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের সাবলীল অভিনয়ও ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে পাকা ছিল চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু আচমকাই পরিস্থিতির চাপে ওলট-পালট হয়ে যায় সবটা। নানা প্রতিকূলতার মধ্যে শেষ পর্যন্ত ডোডোর সাথে বিয়ে হয় মৌয়ের।
অন্যদিকে শুরু থেকেই দেখা যাচ্ছে ডোডোর মা বীথি মৌকে একেবারেই সহ্য করতে পারে না। তার ওপর চাঁদনীর মতো মেয়ের সাথে বিয়ে ভেঙে ডোডো মৌকে বিয়ে করায় তাঁর রাগ গিয়েছে দ্বিগুণ বেড়ে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মেয়েবেলার আগাম পর্বের ঝলক।
রঙ খেলার সেই পর্বে দেখা যাচ্ছে মৌ ডোডো আর গালে রঙ লাগিয়ে দিচ্ছে। আর তারপরেই দেখা যাচ্ছে তারা দুজনেই বিছানায় শুয়ে দুজনের দিকে তাকিয়ে রয়েছে। মৌ-ডোডোর এই রোম্যান্সের ঝলক শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক রসিকতা করে লিখেছেন ‘মৌ আর ডোডোর সম্পর্কে রঙ লাগা শুরু হয়েছে। তবে বিথীমাসি দেখলে কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে,ডিরেক্ট কোমায় চলে যাবেন’।