
অল্পদিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছে স্টার জলসার (Star Jalsha) নতুন সিরিয়াল (New Serial) ‘মেয়েবেলা’ (Meyebela)। জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক ধারাবাহিক অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছেন দর্শকমহলে। দুর্দান্ত অভিনয় দক্ষতায় এই কদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়ালের নায়ক নায়িকা ডোডো (Dodo),মৌ (Mou) এবং চাঁদনী (Chandni)।
সিরিয়ালে ডোডো চরিত্রে অর্পণ ঘোষাল মৌয়ের চরিত্রে স্বীকৃতি মজুমদার এবং চাঁদনী চরিত্রের দেবপর্ণার অভিনয় এক কথায় অনবদ্য। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে ঠিক হয়ে আছে চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক তাঁদের। কিন্তু আচমকাই ডোডোর পরিবারের ওপর এসে পড়েছে এক ভয়ানক বিপদ।
যার ফলে পরিস্থিতির চাপে অনিচ্ছা সত্ত্বেও ডোডো বাধ্য হয়েছে চাঁদনীর সাথে ১২ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে এসে মৌকে বিয়ে করতে। ধারাবাহিকের ইতিমধ্যেই দেখা গিয়েছে ডোডোর সাথে বিয়ে হয়ে গেছে মৌয়ের। কিন্তু কিন্তু বারোটা বছর অর্থাৎ এক দশকেরও বেশি সময় একটা মানুষের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসা মুখের কথা নয়।
তাই বিয়ের ডোডোর সাথে মৌয়ের বিয়ের কথা জানার পর চাঁদনীর কি প্রতিক্রিয়া হবে তা জানার জন্যই এতদিন মুখিয়ে ছিলেন দর্শক। অবশেষে টিভির পর্দায় সম্প্রচারিত হতে চলেছে বহু প্রতীক্ষিত সেই পর্ব। বারোটা বছর ধরে যে মানুষটা ছিল চাঁদনীর সবচেয়ে কাছের, সবচেয়ে আপনজন সেই এখন রয়েছে অনেক দূরের একজন মানুষ।
আজকের পর্বেই দেখা গিয়েছে সেই বহু প্রতীক্ষিত পর্ব। এক ঝটকায় প্রাক্তন হয়ে যাওয়া মানুষটার মুখোমুখি হয়ে বিচ্ছেদের যন্ত্রণাকে খুব নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন ডোডো এবং চাঁদনী দুজনেই। এদিনের পর্বে দেখা গিয়েছে ডোডো নিজে থেকেই গিয়েছিল চাঁদনীর কাছে ক্ষমা চাইতে। কিন্তু সেসময় চাঁদনী তার কাছে পাল্টা জানতে চায় এই ১২ বছরের এত স্মৃতি নিয়ে সে কোথায় যাবে? এবার সে কি করবে?
তখন ডোডো জানায় সে নিজে তার সাথে আর কোন যোগাযোগ রাখবে না। উত্তরের চাঁদনী জানায় ডোডো তার সাথে সম্পর্ক রাখবে কিনা সে কথা সে জানেনা তবে সে নিজে থেকে কোনদিন মৌ আর ডোডোর মধ্যে আসবে না। এরপর চাঁদনী নিজেই ডোডোকে সেখান থেকে চলে যেতে বলে। তবে যাওয়ার আগে চাঁদনী ডোডোকে বলে সে শেষবারের মতো তাঁকে একবার জড়িয়ে ধরতে চায়। এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি দর্শকরাও।