স্টার জলসার (Star Jalsha) পর্দায় সদ্য শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে অল্পদিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছে নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’ (Meyebela)। জনপ্রিয় অভিনেত্রী রুপা গাঙ্গুলির (Rupa Ganguly) এই কামব্যাক ধারাবাহিক অল্পদিনেই দারুন সাড়া ফেলে দিয়েছেন দর্শকমহলে।
সেইসাথে দুর্দান্ত অভিনয় দক্ষতায় এই কদিনেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই সিরিয়ালের নায়ক নায়িকা ডোডো (Dodo),মৌ (Mou) এবং চাঁদনী (Chandni)। সিরিয়ালে ডোডো চরিত্রে অর্পণ ঘোষাল মৌয়ের চরিত্রে স্বীকৃতি মজুমদার এবং চাঁদনী চরিত্রের দেবপর্ণার অভিনয় এক কথায় অনবদ্য।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন শুরু থেকেই নায়ক ডোডোর বিয়ে ঠিক হয়ে আছে চাঁদনীর সাথে। দীর্ঘ ১২ বছরের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু আচমকাই পরিস্থিতির চাপে ওলট-পালট হয়ে যায় সবটা। একদিকে মৌয়ের মেসো তাঁকে যেনতেন প্রকারেণ বিদায় করতে চায়। তাই ডোডোর ঠাম্মা তাঁর কাছে আর্থিক সাহায্য চাইতে গেলে তিনি মৌয়ের সাথে ডোডোর বিয়ের শর্ত দেন।
অন্যদিকে শুরু থেকেই দেখা যাচ্ছে ডোডোর মা বীথি মৌকে একেবারেই সহ্য করতে পারে না। তার ওপর চাঁদনীর মতো মেয়ের সাথে বিয়ে ভেঙে ডোডো মৌকে বিয়ে করায় তাঁর রাগ গিয়েছে দ্বিগুণ। ইতিপূর্বেদর্শক দেখেছেন বীথি চাঁদনী দুজনেই নানাভাবে মৌ-ডোডোর বিয়ে ভাঙার চেষ্টা করেছে।
কিন্তু ঈশ্বরের আশীর্বাদে শেষ পর্যন্ত সব কিছু সামলেই ডোডোর সাথে বিয়েটা হয়েছে মৌয়ের। তারপর মৌ ডোডোর সাথে শশুরবাড়ি আসলে বীথি নিজের ছেলেকে বরণ করলেও মৌয়ের বেলায় বাকিদের হুকুম করে সেরে নিতে। এছাড়া ছেলের প্রণাম নিলেও এদিন মৌয়ের প্রণাম নেয়নি বীথি। উল্টে তাঁকে স্পষ্ট জানিয়ে দেয় তাঁদের বাড়ির বৌ হওয়া এত সহজ নয়।
অন্যদিকে প্রথমে সবাই ভেবেছিল ডোডো নিজের মায়ের হাত থেকে বাঁচাবে মৌকে। কিন্তু উল্টে এদিন ডোডো ভুল বুঝছে মৌকে। সে ভাবছে মৌ নিজের স্বার্থের জন্য সবকিছু করছে। এরইমধ্যে প্রকাশ্যে আসা নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ডোডো আর মৌয়ের ফুলশয্যার পর্ব। নতুন প্রোমোটে দেখা যাচ্ছে ডোডো মৌয়ের সাথে একঘরে থাকবে না বলে বেরিয়ে যাচ্ছে।
কিন্তু বাধা দিয়ে মৌ বলে তাদের মধ্যে যাই হোক এই বন্ধ ঘরের মধ্যে থাকা উচিত। তখন ডোডো মৌকে বলে উল্টো দিকে মুখ করে শুয়ে পড়তে। আর তখনই দেখা যাচ্ছে ডোডোর বাবা এসে দোদোকে যাচ্ছে তাঁর মা অসুস্থ সে যেন তাড়াতাড়ি বেরিয়ে আসে। এই প্রমো দেখে দর্শক বলছেন এইভাবেই আবার ছেলে বৌমার ফুলশয্যায় ভিলেন হয়ে উঠেছে শাশুড়ি বীথি।