• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আশঙ্কাই সত্যি হল! নতুন বিথী রুপা গাঙ্গুলীর জায়গা নিতেই, TRP তলানিতে মেয়েবেলার

Published on:

18th May Bengali Serial TRP list Meyebela Targer Rating Point down

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘মেয়েবেলা’তে (Meyebela) এখন রুপা গাঙ্গুলীর (Roopa Ganguly) পরিবর্তে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেত্রী অনুশ্রী দাস (Anushree Das) কে। সম্প্রতি স্বেচ্ছায় মেয়েবেলা ছেড়ে সিরিয়াল ছেড়ে বেরিয়ে গিয়েছেন খোদ অভিনেত্রী রূপা গাঙ্গুলি নিজেই।

তারপর থেকে রূপা গাঙ্গুলী পরিবর্তে এই সিরিয়ালে অনুশ্রী দাস জায়গা নেওয়ায় মেয়েবেলা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এই ধারাবাহিকের চরিত্রে দর্শকরা রূপা গাঙ্গুলীর পরিবর্তে  অন্য কাউকে দেখতে নারাজ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,রুপা গাঙ্গুলি,Rupa Ganguly,অনুশ্রী দাস,Anushree Das,টি আর পি,TRP,Anger,ক্ষোভ,Audience,দর্শক

তাই রূপা গাঙ্গুলি সিরিয়াল ছাড়ার পর এই চরিত্রে অনুশ্রী দাস এন্ট্রি  পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় মুখর  হয়েছেন দর্শকদের একটা বড় অংশ। সকলেই বলতে শুরু করেছেন  রূপা গাঙ্গুলী সিরিয়াল ছাড়ায় এর প্রভাব পড়বে টিআরপি তালিকায়।  আর প্রকাশ্যে  আসা টিআরপির রিপোর্ট কার্ডে সেই অঙ্কটা একেবারে পরিষ্কার।

প্রসঙ্গত চলতি মাসের শুরুতে অর্থাৎ ৫ই মে প্রকাশ্যে আসা টিআরপি তালিকায় ৫.৮ রেটিং পয়েন্ট পেয়ে  ষষ্ঠস্থানে ছিল ‘মেয়েবেলা’। আর তার পরের সপ্তাহেই রুপা গাঙ্গুলির পরিবর্তে নতুন অনুশ্রী দাস নতুন বীথি মাসি হয়ে আসার পরেই তার প্রভাব পরে টিআরপি তালিকায়। একেবারে সোজা নবমস্থানে চলে আসে মেয়েবেলা।  আর আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রকাশ্যে আসা টিআরপি তালিকায়  দেখা যাচ্ছে ‘মেয়েবেলা’র নম্বর আরও কমে গিয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,রুপা গাঙ্গুলি,Rupa Ganguly,অনুশ্রী দাস,Anushree Das,টি আর পি,TRP,Anger,ক্ষোভ,Audience,দর্শক

আর নিনমুখী রিপোর্ট কার্ড দেখে বেজায় ক্ষুব্ধ দর্শকদের একটা বড় অংশ। প্রসঙ্গত সিরিয়াল ছাড়ার পর কারণ জানিয়ে আগুনে ঘৃতাহুতি দিয়ে বিস্ফোরক অভিযাগ করে রুপা গাঙ্গুলি  বলেছিলেন ‘ধারাবাহিকে যে অসভ্যতা দেখানো আছে তা আমি মানতে পারছিলাম না।  এই সময় দাঁড়িয়ে একটা সিরিয়াল কি করে এতটা রিগ্রেসিভ হতে পারে?’

বাংলা সিরিয়াল,Bengali Serial,স্টার জলসা,Star Jalsha,মেয়েবেলা,Meyebela,রুপা গাঙ্গুলি,Rupa Ganguly,অনুশ্রী দাস,Anushree Das,টি আর পি,TRP,Anger,ক্ষোভ,Audience,দর্শক

তবে রুপা গাঙ্গুলির মতো দাপুটে অভিনেত্রীর চরিত্রে অভিনয় করা যে মোটেই সহজ কথা সেকথা এখন ভালোই টের পাচ্ছেন পর্দার নতুন বীথি মাসি। বিশেষ করে তাঁকে নিয়ে এখন দর্শকমহলে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এমনই একজন দর্শক লিখেছেন ‘বিথীর চরিত্র অনুযায়ী সাজগোজ, অ্যাটিচুড, কথা বলার ধরন, আদবকায়দা এই অনুশ্রী একদম ফোটাতে পারছে না’। আবার একজন ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘রূপার পরে অনুশ্রীকে অসহ্য লাগছে। অভিনয়ের ফারাক এতটাই। সবাই একবার ভেবে দেখবেন’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥