• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারাজীবন নিজের যত্ন নিইনি, দেখতেও খারাপ হয়ে গেছি! ‘মেয়েবেলা’ শুরুর আগে আক্ষেপ রূপা গাঙ্গুলীর

বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিকে এখন নতুন সিরিয়াল (Bengali Mega Serial) শুরুর মরসুম পড়েছে যেন! দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্য নিয়ে একের পর এক নতুন সিরিয়াল এসেই যাচ্ছে। সাম্প্রতিক অতীতে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। এখনও বেশ কিছু সিরিয়াল শুরু হতে চলেছে। এমনই একটি আসন্ন ধারাবাহিক হল ‘মেয়েবেলা’ (Meyebela)।

সম্প্রচারকারী চ্যানেল স্টার জলসার তরফ থেকে ‘মেয়েবেলা’র প্রোমো প্রকাশ করা হয়েছে দেখতে দেখতে বেশ অনেকটা সময় হয়ে গিয়েছে। রূপা গাঙ্গুলী (Roopa Ganguly), স্বীকৃতি মজুমদার অভিনীত সেই ধারাবাহিকের প্রথম ঝলক মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। এবার সিরিয়াল শুরু হওয়ার পালা।

   

Meyebela serial, Meyebela serial promo

‘মেয়েরা কি সত্যিই মেয়েদের শত্রু’? পরকীয়া-কূটকচালি ছেড়ে একেবারে ভিন্ন একটি বিষয় নিয়ে শুরু হচ্ছে ‘মেয়েবেলা’। আগামী ২৩ জানুয়ারি থেকে সন্ধ্যা ৭:৩০ থেকে সম্প্রচার শুরু হবে সিরিয়ালের। এর আগে টলি টাইম নামের একটি ইউটিউব চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বসেন অভিনেত্রী রূপা গাঙ্গুলী।

‘মেয়েবেলা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে এই বর্ষীয়ান অভিনেত্রীকে। বহু বছর পর ফের অভিনয়ের আঙিনায় পা রেখেছেন অভিনেত্রী। কেমন লাগছে তাঁর? খানিক আক্ষেপের সুরেই রূপা বলে ওঠেন, এখন আর তাঁকে আগের মতো সুন্দর দেখতে নেই।

Roopa Ganguly in Meyebela

‘মেয়েবেলা’র বীথির কথায়, ‘আমি তো দেখতে আর অতটা ভালো নেই। এটা একটা মুশকিল। আগে দেখতে সুন্দর ছিলাম। এর থেকে অন্তত ভালো ছিলাম… আমি সারাজীবনই নিজের কোনও যত্ন নিইনি। যত্ন না নিলে এমনিই চেহারা, চুল নষ্ট হয়ে যায়। সারাজীবনই একটু অযত্নের মধ্যে থেকেছি। আমার যত্ন নেওয়ার অভ্যাস ছিল না। পার্লার যাওয়ার অভ্যাস ছিল না, ছোটবেলাতেও ছিল না। সিনেমা জগতে যখন ছিলাম তখনও করিনি’।

বীথি চরিত্রে রূপার অভিনয় প্রোমোতেই দারুণ লেগেছে দর্শকদের। বাস্তবে কতখানি মিল রয়েছে দু’জনের? জবাবে ‘মহাভারত’এর দ্রৌপদী সাফ জানান, তাঁর এবং বীথির মধ্যে কোনও মিলই নেই। বীথি শাশুড়িকে ভয়, কিন্তু তিনি পেতেন না। খানিক হাসি নিয়ে রূপা বলেন, ‘আমি ভয়-ফয় পাই না কাউকে’।

সবশেষে রূপাকে জিজ্ঞেস করা হয়, সমাজে কি আজও মেয়েরা কোণঠাসা হয়? উত্তরে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক কথা। তবে সমাজ অনেকটা পাল্টেছে। সমাজে এখন মেয়েরা সব ক্ষেত্রেই কোণঠাসা হয় তা সত্যি নয়। পুরুষদের মানসিকতা অনেকটা পাল্টেছে… আমার মনে হয়, এখন নারী-পুরুষের ভাগটা আমাদের করা উচিত নয়। এখন সৎ আর অসৎ’এর ভাগ করা উচিত’।

site