• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসম্ভবকে সত্যিই করে দেখাল মানুষ! খাদে পড়া লরিকে দড়ি দিয়ে টেনে তুলল রাস্তায়, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

ভাইরাল ভিডিও Viral Video Truck Pulled out from gorge Nagaland

একতাই শক্তি! এই কথাটা অনেকেই শুনেছেন। আর এই কথাটি বাস্তব জীবনে একেবারে সত্যি। একা যে কাজ অসম্ভব মনে হয়, তা অনেকে মিলে করলে খুব সহজেই হয়ে যায়। যার অর্থ একত্রে মাইল মিশে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। এই কথাটির প্রমানবাস্তব জীবনে অনেকবারই মিলেছে। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে (Viral Video) সেই সমস্ত কান্ড কারখানা আমরা দেখেওছি হয়তো।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এক ভিডিও ভাইরাল হয়েছে, যা একতার শক্তিকে প্রমান করে। নাগাল্যান্ডের (Nagaland) পাহাড়ি রাস্তার একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি পাহাড়ি রাস্তা দিয়ে যেতে গিয়ে খাদে পড়ে গিয়েছে একটি লরি। লরিটি উদ্ধারে ছুটে এসেছে আশেপাশের মানুষেরা। সাধারণত লরি বা কোনো গাড়ি খাদে পরে গেলে ক্রেনের সাহায্যে তা তুলে আনা  হয়। কিন্তু এখানে কিন্তু কোনো সাহায্য বা ক্রেনের অপেক্ষা করেননি সেখানে উপস্থিত মানুষেরা।

ভাইরাল ভিডিও Viral Video Truck Pulled out from gorge Nagaland

ভিডিওতে দেখা যাচ্ছে লরিটির চারপাশে দড়ি বেঁধে দিয়েছেন কিছু মানুষ। এরপর প্রায় ১০০ এরও বেশি লোকে মাইল হেইয়ো হেইয়ো করে টান মারছেন দড়িতে। আর দড়ি দিয়ে টেনেই ধীরে ধীরে গভীর খাদ থেকে লরিটিকে তুলে আনলেন রাস্তায়। লরির চালকের সামান্য আঘাত লাগলেও সেভাবে কোনো ক্ষতি হয়নি। শখানেক গ্রামবাসীর চেষ্টায় ৫-১০ মিনিটের মধ্যেই টেনে তোলা গেছে লরিটিকে। তাহলেই বুঝুন মানুষ যদি একসাথে মিলে কোনো কাজ করতে চায়, তাহলে কিছুই অসম্ভব নয়। এই ভিডিওটি অন্তত সেটাই প্রমাণ করে দেয়।

ভাইরাল ভিডিও Viral Video Truck Pulled out from gorge Nagaland

ভিডিওটি শেয়ার হবার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে বিরাট বিরাট সমস্ত ক্রেন ইঞ্জিন এসে এই ঝুঁকিপূর্ণ কাজ করেন, সেখানে কিছু মানুষ মিলে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ভিডিওতে। এই  মানুষগুলোর প্রতি কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥