• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

Meghbala-র লোভনীয় অফার,সুপারফাস্ট ইন্টারনেটের সাথে বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন

Published on:

বর্তমান যুগ হল প্রযুক্তি ও ইন্টারনেটের যুগ। যত দিন যাচ্ছে ইন্টারনেটের চাহিদা বেড়ে চলেছে। আর ইন্টারনেটের চাহিদা বাড়ার সাথে সাথেই মানুষ অনলাইনে অভস্ত হয়ে পড়ছে আগের থেকে অনেক বেশি। কাজ থেকে শুরু করে বিনোদন সবই এখন অনলাইনেই হয়ে যায়। যার ফলে অনলাইন কনটেন্ট প্লাটফর্ম বা ওটিটি প্লাটফর্মগুলির জনপ্রিয়তা বেড়েছে প্রচুর।

এবার গ্রাহকদের বাড়ন্ত চাহিদার কথা মাথায় রেখে রাজ্য তথা দেশের অন্যতম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) মেঘবালা (Meghbala) চালু করল বান্ডল ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা। মেঘবালা পশ্চিমবঙ্গ তথা গোড়া দেশেই এই পরিষেবা চালু করেছে। এই ফাইবার ব্রডব্যান্ড তো হোম পরিষেবায়  আনলিমিটেড ইন্টারনেটের সাথে বিনামূল্যে পাওয়া যাবে আরো আকর্ষণীয় সমস্ত সুবিধা। যেমন ফ্রি ভয়েস থেকে শুরু করে বিনামূল্যে ওটিটি সাবস্ক্রিপশন।

যেমনটা জানা যাচ্ছে ওটিটি প্লাটফর্মগুলির সাথে গাঁটছড়া বেঁধেছে মেঘবালা। যার মধ্যে রয়েছে Amazon Prime Video, Hungama Play, ZEE5, ShemarooMe, Hubhopper, GaanaHoichoi, Bongo TV, Addatimes ইত্যাদির মত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম। কলকাতা ও রাজ্যবাসী চাইলে এই দুর্দান্ত প্যাকেজটি ব্যবহার করতে পারবেন। তবে, এই  প্যাকেজের ক্ষেত্রে ৩ মাস, ৬ মাস বা এক বছরের জন্য প্ল্যান বেছে নিতে হবে। তিন মাসের প্ল্যানের জন্য ৫,২৫০ টাকা, ৬ মাসের পরিষেবার জন্য ৯,০০০ টাকা, বার্ষিক প্ল্যানের জন্য ১৫,০০০ টাকা লাগবে।

এখানেই শেষ নয়, গ্রাহকদের সুবিধার জন্য EMI সিস্টেম ও রয়েছে। ২০০৬ সাল থেকে ইন্টারনেট সার্ভিস পরিষেবা দিয়ে আসছে মেঘবালা। এবার ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য এই দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে। নিঃসন্দেহে এতে দারুন সারা মিলবে বলে আশা করা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥