গত বছরেই শাস্ত্রীয় সংগীতের চর্চা নিয়ে শুরু হয়েছিল জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’ (Pilu)। যা আর পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা করে তুলেছিল এই সিরিয়ালকে। প্রথমদিকে টিআরপি তে বেশ ভালই স্কোর করলেও দিনে দিনে টিআরপি তলানিতে ঠেকতে শুরু করে এই সিরিয়ালের আর এখনকার দিনের যে কোন সিরিয়ালের ক্ষেত্রেই শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেই অসময়েই বন্ধ করে দেওয়া হচ্ছে যে কোন সিরিয়াল।
এবার এই একই ঘটনা ঘটলো এই পিলু সিরিয়ালের ক্ষেত্রেও। জল্পনা কে সত্যি করে মাত্র ১০ মাসেই সম্পন্ন হল এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং। প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার অভিনয় জগতে পা রেখেছিলেন এই সিরিয়ালের নায়িকা পিলু অভিনেত্রী মেঘা দাঁ (Megha Daw)। জি বাংলার নাচের রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর প্রতিযোগী হয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল তাঁর।
এই নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাকালীনই তার কাছে সুযোগ আসে জি বাংলা নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করার। আর এমন একটা লোভনীয় প্রস্তাব পেয়ে দুবার ভাবেননি মেঘা। সেই থেকে সদ্য শেষ হয়েছে অভিনেত্রীর ১০ মাসের জার্নি। তাই স্বাভাবিকভাবেই অন্তিমপর্বের শুটিং (Last Day of Shooting) শেষে সমস্ত কলা কুশলীদের দের মতই আবেগপ্রবণ (Emotional) হয়ে পড়েছিলেন পর্দার পিলু অভিনেত্রী মেঘা।
গতকাল সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে একটি দীর্ঘ পোষ্টে অভিনেত্রী লিখেছিলেন ‘অনেক কিছু শিখলাম এই জার্নি থেকে। যেটা আমাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে’। এরপরেই দর্শকদের ভালোবাসায় কৃতজ্ঞ পিলু লিখেছেন, ‘আপনারা সবাই না থাকলে পিলু হয়ে ওঠা হত না। সারা জীবন কৃতজ্ঞ থাকব। অনেক ভালবাসা, সবাই এ ভাবে পাশে থাকবেন। সত্যি জীবনে ভাবিনি এত ভালবাসা, এত আর্শীবাদ পাব সবার থেকে’।
View this post on Instagram
সেইসাথে এদিন নিজের ফ্যান পেজ গুলোর উদ্যেশ্যে অভিনেত্রী লিখেছেন ‘ধন্যবাদ আমার সকল দর্শককে আর আমার ফ্যান পেজগুলোকে, যারা পুরো জার্নিটা এতো ভালোবাসা দিয়ে নিজেদের ঘরের মেয়ে করে তুলেছেন আমাকে। পুরুলিয়া থেকে শেষ দিন পর্যন্ত সবটা মিসটা করব।’ সব শেষে মেঘার সংযোজন,’মেঘা পিলুকে খুব মিস করবে।’ প্রসঙ্গত শেষবার টিভির পর্দায় এই ধারাবাহিক দেখা যাবে আগামী ১৩ নভেম্বর। আর তারপরদিন থেকেই আসছে নতুন সিরিয়াল ‘নিঁ ফুলের মধু’।যার ফলে পাল্টে যাচ্ছে জনপ্রিয় ‘মিঠাই’ সিরিয়ালের সম্প্রচারের সময়।