বর্তমানে দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show) খুবই জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো। সপ্তাহের শেষে দমফাটা হাসির এপিসোড নিয়ে হাজির হন কমেডি কিং কপিল শর্মা (Kapil Sharma)। বহুদিন ধরে চলে আসছে এই কমেডি শো যার যে জনপ্রিয়তা বেড়েই চলেছে। আর এই শোয়ের জেরেই বিখ্যাত হয়েছে ‘চন্দু চাওয়ালা (Chandu Chaiwala)’। হ্যাঁ কপিল শর্মা সেটের চাওয়ালার কথাই বলছি। চন্দুর চরিত্রে অভিনয় করেন অভিনেতা চন্দন প্রভাকর (Chandan Prabhakar)। নিজের দুর্দান্ত পারফর্মেন্সের কারণে তিনিও বেশ জনপ্রিয়।
মঞ্চে তার কান্ডকারখানা দেখে যে কেউ হাসতে বাধ্য হবেন। অভিনয়ের জেরে জনপ্রিয়তা তো রয়েছেই তবে আজ অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু তথ্য তুলে ধরব আপনাদের কাছে। যেটা হয়তো আপনারা জানতেনই না! কপিল শর্মা শোয়ের আগেই অভিনয়ের জগতে প্রবেশ করেছিলেন চন্দন প্রভাকর। বরাবরই একজন ভালো অভিনেতা ছিলেন। পাঞ্জাবি ছবিতে কাজও করেছেন।
আজ অভিনেতার স্ত্রী সম্পর্কে কিছু অজানা তথ্য দেব আপনাদের। যেগুলো জানতে পেরে আপনারাও অবাক হয়ে যাবেন। চন্দন প্রভাকর ২০১৫ সালে নন্দিনী খান্নাকে বিয়ে করেন। এই বিয়েতে বিটাউনের তাবড় তাবড় তারকা যেমন, ধর্মেন্দ্র, জিতেন্দ্র, রণবীর কাপুর, দীপিকা পাডুকোনরা উপস্থিত ছিলেন। আর অভিনেতার স্ত্রী কিন্তু বেশ সুন্দরী। যদিও তিনি অভিনয়ের জগতের নন তবে তার সৌন্দর্য বলিউডের নায়িকাদের যে টেক্কা দিতে পারে সে বিষয়ে কোনো সন্দেহই নেই।
চন্দু অভিনেতার স্ত্রী নন্দিনী খুব একটা ক্যামেরার সমানে আসতে পছন্দ করেন না। তবে মাঝে চন্দু ও নন্দিনীর বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে যা বেশ ভাইরাল হয়ে পড়েছিল। নেটিজেনদের অনেকেই চন্দুর স্ত্রীর রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। বর্তমানে অভিনেতা মাঝে মধ্যে নিজের সোশ্যাল মিডিয়াতে স্ত্রীর সাথে ছবি শেয়ার করেন। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
প্রসঙ্গত, নন্দিনী খান্না রীতিমত একজন সেলেব্রিটির স্ত্রী হলেও খুব একটা লাইম লাইটে আসতে পছন্দ করেন না। তবে তাঁর কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। চন্দন নন্দিনী ও তাদের মেয়ের সাথেও একটি ছবি রয়েছে যা বেশ ভাইরাল হয়েছিল।