সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। সারাদিনের ব্যস্ততা থেকে অবসর মিলতেই কমবেশি সবাই ভালবাসেন পছন্দের সিরিয়াল দেখতে। পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। এইভাবে প্রতিদিন টিভির পর্দায় পছন্দের চরিত্রদের দেখতে দেখতে কখন যেন তারা দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। তাই সিরিয়াল শেষ হয়ে গেলেও সিরিয়ালের চরিত্ররা কিন্তু দিনের পর দিন বেঁচে থাকেন দর্শকদের মনের মনিকোঠায়।
তবে সময়ের সাথে সাথে বদলে যায় অনেক কিছুই। বিনোদন জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীই রয়েছেন যারা এখন হারিয়ে গিয়েছেন অনেকটা দূরে। তাই এখন আর তাদের দেখা যায় না বললেই চলে। কিন্তু আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে যতই দূরে থাকুন না কেন সকলেই সকলের খোঁজ খবর পেয়ে যান নিমেষের মধ্যে। বাংলা বিনোদন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবাদৃতা বসু (Debadrita Basu)।
কখনো তিনি জয়ী তো কখনো আলো, আবার কখনো মীরাবাঈ (Meera Bai)। পরপর তিন তিনটি মেগা সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। জি বাংলার আলোছায়া সিরিয়াল শেষ হওয়ার পর শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল স্টার জলসার শ্রীকৃষ্ণ ভক্ত মীরাবাঈ ধারাবাহিকে। তবে এই সিরিয়াল শেষ হয়েছে বহুদিন। তারপর পর্দায় আর দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বেশ একটিভ থাকেন অভিনেত্রী।
এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন অভিনেত্রীর খোঁজ পেয়ে থাকেন তার অনুরাগীরা। কিন্তু সেই সাথে তাকে আবার নতুন করে পর্দায় দেখার জন্য সেই কবে থেকে অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এরই মাঝে শোনা গেল খুব শীঘ্রই টিভির পর্দায় ফিরছেন দেবাদৃতা। তবে স্টার জলসা কিংবা জি বাংলার মতো প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল নয়, এবার অভিনেত্রী ফিরছেন বেনামী চ্যানেলে।
কিন্তু এই চ্যানেলে সিরিয়াল তো অর্ধেক মানুষ দেখেন না। সিরিয়াল বলতে সন্ধ্যা হলেই এখন দর্শক বোঝেন জি বাংলা কিংম্বা স্টার জলসার মতো চ্যানেল। তবে এখনো পর্যন্ত জানা যায়নি অভিনেত্রী কোন সিরিয়ালে কামব্যাক করছেন। এ প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী নিজেও। তবে মাঝে শোনা গিয়েছিল মাধবীলতা সিরিয়ালে জন্য প্রথমে বেছে নেওয়া হয়েছিল দেবাদৃতাকে। কিন্তু তারপর লুক টেস্টে তিনি বাদ হয়ে গিয়েছিলেন। তাই এখন দেখার সানবাংলায় দেবাদৃতার আসন্ন সিরিয়াল দর্শক মহলে কতখানি জনপ্রিয়তা পায়।