• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিবারের অমতে বিয়ে তার প্রবল অর্থকষ্ট! টাকার অভাবে তিনবার গর্ভপাত করতে বাধ্য হন ময়না

জিৎ,ইস্মার্ট জোড়ি,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,mayna Mukherjee,samrat Mukherjee,jeet,ismart jodi,moyna Mukherjee

ময়না মুখোপাধ্যায় (Mayna Mukherjee) এবং সম্রাট মুখোপাধ্যায় (Samrat Mukherjee) উভয়েই টলিপাড়ার বেশ পরিচিত মুখ। দীর্ঘদিন সুখে সংসার করছেন তারা৷ রয়েছে দুই যমজ সন্তানও, তাই বলাই চলে এই মুহুর্তে এক্কেবারে ভরা পরিবার তাদের৷ আজ তাদের পয়সা, জনপ্রিয়তা, বা সুখ স্বাচ্ছন্দ কিছুরই অভাব নেই, কিন্তু এমন দিন আনোট এই দম্পতি পেরিয়ে এসেছে দীর্ঘ দুঃসময়। আজকের মত সাজানো প্রথমেই ছিলনা সবটা।

এক সময় ছোট পর্দায় দাপিয়ে কাজ করেছে সম্রাট মুখোপাধ্যায়। বিভিন্ন খল চরিত্র ও মূল চরিত্রেও দেখা গিয়েছে এই অভিনেতাকে। ইন্ডাস্ট্রি থেকেই দুজনের চেনা জানা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে করেন এই জুটি। সম্প্রতি এযাবৎকালের অন্যতম জনপ্রিয় শো ‘ইসমার্ট জোড়ি’তে হাজির হয়েছিলেন ময়না সম্রাট, সেখানেই একাধিক মজার ঘটনার মাঝে উঠে এলো তাদের করুণ কাহিনিও।

জিৎ,ইস্মার্ট জোড়ি,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,mayna Mukherjee,samrat Mukherjee,jeet,ismart jodi,moyna Mukherjee

হাসিখুশি এই দম্পতির জীবনেও একসময় ছিল তীব্র অর্থকষ্ট এবং মানসিক যন্ত্রণা৷ কথায় কথায় সেসব না জানা কাহিনিই শেয়ার করলেন ময়না সম্রাট৷ তাদের কথা শুনে চোখ জলে ভিজতে বাধ্য। এদিন সঞ্চালক জিতের সামনেই সেসব দিনের কথাই তুলে ধরলেন এই জনপ্রিয় জুটি।

জিৎ,ইস্মার্ট জোড়ি,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,mayna Mukherjee,samrat Mukherjee,jeet,ismart jodi,moyna Mukherjee

অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় জানায় যে, ‘জীবনটা বাইরে থেকে বোঝা দুষ্কর। বাইরে সবাইকেই বেশ সুখী লাগে, কিন্তু ভেতরে সকলেই বেশ দুঃখী। স্ত্রী ময়নাকে একসময় তিন বার সন্তান নষ্ট করতে হয়েছে। সে সময় সন্তান নষ্ট না করে কোনও উপায়ও ছিল না। কারণ সন্তান মানুষ করার মত না ছিল অর্থ আর না ছিল সম্বল। তাই উপায়হীন হয়েই এক প্রকার গর্ভের তিন তিনটি সন্তানকে নষ্ট করতে হয়েছিল’।

জিৎ,ইস্মার্ট জোড়ি,ময়না মুখোপাধ্যায়,সম্রাট মুখোপাধ্যায়,mayna Mukherjee,samrat Mukherjee,jeet,ismart jodi,moyna Mukherjee

কতটা অর্থাভাব হলে একজন মা তিনবার তার সন্তান নষ্ট করতে পারেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা, তবে একথাও ঠিক এই কষ্ট সহ্য করেছেন বলেই আজ তারা এতটা সফল। জিতের সামনে এই তারকা দম্পতি এক্কেবারে মুষড়ে পড়েন। তবে এত ঝড় ঝঞ্ছার পরেও দুজনে অবশেষে যমজ সন্তানের মুখ দেখতে পেয়েছেন। সেই দুই সন্তানকে নিয়েই এখন আরা বেশ সুখেই আছে। তবে তাদের এই কাহিনি শুনে চোখে জল এসে গিয়েছিল অভিনেতা জিতেরও।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥