• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর সাথে ডিভোর্স! ছেলের সঙ্গে ঘনিষ্ঠতায় কন্যাসন্তানের জন্ম দিলেন মহিলা

Published on:

Marina Balmasheva Vladimir Shavyrin

বর্তমান সময় সম্পূর্ণরূপে সোশ্যাল মিডিয়ার যুগ। পৃথিবীর প্রত্যেক কোণার ভাইরাল খবর নিমেষে মানুষের মুঠোবন্দি করতে এর জুড়িমেলা ভার। সম্প্রতি এক চমকপ্রদ ঘটনার জেরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রাশিয়ার খ্যাতনামা ব্লগার মারিয়ানা বলমাশেবার ঘটনায় একদিকে যেমন নীতিপুলিশি শুরু করেছেন একদল নেটিজেন, তেমনই সৎসাহস দেখানোর জন্য মারিয়ানাকে বাহবা দিচ্ছেন নেটিজেনের একাংশ।

Marina Balmasheva Vladimir Shavyrin

গ্রীক দার্শনিক সফোক্লিসের গল্প ‘ইডিপাস রেক্স’-এর সাথে দিব্যি মিল রয়েছে মারিয়ানার গল্পে। সূত্রের খবর অনুযায়ী, রাশিয়ার বছর পঁয়ত্রিশের ব্লগার মারিয়ানা বলমাশেবা স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তাঁরই সৎছেলেকে বিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে মারিয়ানার বিরুদ্ধে। বেশকিছু নেটিজেন মজা করে বলছেন, “ইডিপাস-এর গল্পের মত ভাগ্যিস এ গল্পে বাবার কোনোরকম শারীরিক ক্ষতি হয়নি!”

নেটদুনিয়ার বার্তা অনুসারে, বিবাহ বিচ্ছেদের সময় গর্ভবতী ছিলেন ওই ব্লগার। মারিয়ানা ঘনিষ্ঠদের মতে, স্বামীর সৎ ছেলের সঙ্গে বেশকিছু দিন যাবৎ ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানোর জেরেই স্বামীকে ডিভোর্স দেন মারিয়ানা। রাশিয়ার সংবাদমাধ্যমের খবর অনুসারে, দ্বিতীয় বার বিয়ের পর রাশিয়ার ক্রাশনদার নামের এক হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় জনপ্রিয় ব্লগার মারিয়ানা। জানা যাচ্ছে, এই সন্তানের বাবা মারিয়ানার সৎছেলেই!

Marina Balmasheva Vladimir Shavyrin

সম্প্রতি নিজস্ব ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে সন্তানকে নিয়ে ছবি পোস্ট করেন মারিয়ানা। যদিও ছবিতে ঢাকা রয়েছে মারিয়ানার মেয়ের মুখ। লাইক ও শুভেচ্ছার ঝড়ে ভেসে যাচ্ছে মারিয়ানার ইন্সটা হ্যান্ডেল ও ইনবক্স। যদিও এ প্রসঙ্গে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে সরাসরি মুখ খুলতে চাননি মারিয়ানার প্রাক্তন স্বামী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥