মণি রত্নমের (Mani Ratnam) স্বপ্নের প্রোজেক্ট ছিল ‘পোন্নিয়িন সেলভান’ (Ponniyin Selvan)। ছবির স্টার কাস্টও চোখ ধাঁধানো। এমন বিগ বাজেট সিনেমা যে বক্স অফিসে ঝড় তুলবে তা আগেই বোঝা গিয়েছিল। আর রিলিজের পর সেই আশা পূরণও হল। বক্স অফিসে (Box Office collection) একের পর এক রেকর্ড ভেঙে চলেছে ‘পোন্নিয়িন সেলভান’। মাত্র ২ সপ্তাহে ঘরে তুলেছে ৪৫০ কোটি।
রিলিজের পর থেকেই বিভিন্ন ব্লকবাস্টার সিনেমাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছিল ঐশ্বর্য রাই বচ্চন, চিয়া বিক্রম অভিনীত এই সিনেমা। এবার সুপারস্টার কমল হাসানের ব্লকবাস্টার ‘বিক্রম’কে টপকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ‘পোন্নিয়িন সেলভান’।
চলতি বছর ৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল কমনের ‘বিক্রম’। সারা বিশ্বের বক্স অফিস কালেকশনের নিরিখে মোট ৪৪২ কোটি টাকা ঘরে তুলেছিল এই সিনেমা। সেখানে রিলিজের মাত্র ২ সপ্তাহের মধ্যেই সেই অঙ্ক ছাপিয়ে গিয়েছে এই ছবি। জানা গিয়েছে, দ্বিতীয় সপ্তাহান্তের হাউসফুল থাকছে ‘পোন্নিয়িন সেলভান’এর ছবি।
জানিয়ে রাখি, মণি রত্নম পরিচালিত এই সিনেমা তামিল ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল ছবিগুলির মধ্যে একটি। কাস্ট থেকে শুরু করে সেট নির্মাণ, কোনও কিছুতেই খামতি রাখেননি ‘পোন্নিয়ন সেলভান’এর নির্মাতারা। দর্শকরাও তাই এই ছবি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৪৫০ কোটি টাকা আয় করে ফেলার পর এবার বিশেষজ্ঞদের আশা বিগ বাজেট এই ছবির ৫০০ কোটির গণ্ডি পেরনো নেহাতই সময়ের অপেক্ষা।
মণি রত্নমের এই বিগ বাজেট সিনেমায় ঐশ্বর্য, চিয়া বিক্রম ছাড়াও অভিনয় করেছেন জয়ম রবি, কার্তি, শোভিতা ধূলিপালা, তৃষার মতো শিল্পীরা। গত ৩০ আগস্ট তামিল, তেলেগু, কন্নড়, হিন্দি এবং মালায়ালম ভাষায় মুক্তি পেয়েছে এই সিনেমা।
চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, ‘পোন্নিয়িন সেলভান ১’এর থেকেও বক্স অফিসে বেশি সফল হবে ‘পোন্নিয়িন সেলভান ২’। মণি রত্নম আগেই জানিয়েছিলেন প্রথম ছবি মুক্তির ৬-৯ মাসের মধ্যে মুক্তি পাবে দ্বিতীয় সিনেমা। ইন্ডাস্ট্রির অন্দরের খবর এপ্রিল মাসে তামিল নববর্ষের সময়ই মুক্তি পাবে ‘পোন্নিয়িন সেলভান ২’।