বরাবরই ছকভাঙা সাহসী কাজ করতে দেখা গিয়েছে অভিনেত্রী মন্দীরা বেদীকে (Mandira bedi)। কোনো কালেই সমাজের চাপিয়ে দেওয়া নিয়মনীতিকে তোয়াক্কা করেননি অভিনেত্রী। ২২ বছর ধরে নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে এসেছেন যাকে, তার শেষ যাত্রায় আরও বাধন ছাড়া হলেন মন্দিরা। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে স্বামীর মৃতদেহ নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অভিনেত্রী।
দুই সন্তানের মা হয়েও স্বামীর মুখাগ্নি নিজের হাতেই করেছেন অভিনেত্রী। বারংবার কান্নায় ভেঙে পড়তেও দেখা গিয়েছে তাকে। সদ্যই স্বামীহারা হন অভিনেত্রী মন্দিরা বেদী। তার স্বামী তথা বিখ্যাত পরিচালক রাজ কৌশল (Raj Kaushal) চিরদিনের মত ছেড়ে চলে গেলেন অভিনেত্রীকে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল।
কাছের মানুষকে হারিয়ে যখন খান খান হয়ে গিয়েছেন মন্দিরা, ঠিক তখনই তার পোশাক নিয়েও প্রশ্ন করা হয়েছে। নেটিজেনদের প্রশ্ন কেন জিন্স পরে স্বামী শেষকৃত্য করেছেন মন্দিরা? কিন্তু সেসবের উত্তর দিতে যাননি মন্দিরা৷ বরং রাজ-হারা তার জীবন যে অন্ধকার তা সকলকে বেশ বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী।
মন ভালো নেই তার। তার জীবনের সমস্ত রঙ যেন রাজই নিয়ে চলে গিয়েছেন৷ আর তাইই স্বামীর শেষকৃত্য মেটবার একদিনের মাথাতেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলের প্রোফাইল পিকচার উড়িয়ে নিকষ কালো করে দিলেন তিনি। প্রসঙ্গত, রাজ কৌশলের মৃত্যুর খবর পেয়ে মন্দিরার পাশে গিয়ে দাঁড়ান ইন্ডাস্ট্রির একাধিক তারকা-বন্ধু। শেষকৃত্যের পরেও মন্দিরা-রাজের বাড়িতে আনাগোনা চলতে থাকে ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে পারিবারিক বন্ধুবান্ধব ও আত্মীয়দের