• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চাহনিতেই কাত! আগুন রঙা শাড়ি আর ব্যাকলেস ব্লাউজে নেট পাড়ায় ঝড় তুললেন মনামী, ভাইরাল ভিডিও

Published on:

টলিউড বা বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের থেকেও মনামী ঘোষের জনপ্রিয়তা অনেকাংশে বেশি। এক মিলিয়ন ফলোয়ার্স তার। ইউটিউবেও তার নিজস্ব চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় ২৮৫ হাজার। খুব বেশি ছবিতে কাজ করেননি মনামী। ছবির নায়িকা হিসেবেও তাকে দেখা যায়নি বিশেষ। কিন্তু টেলিভিশন থেকে শুরু করলেও সাফল্যের দৌড়ে যে তিনি লং রানের ঘোড়া তা আর বলার অপেক্ষা রাখেনা। সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যাওয়া মাত্রই নিমেষে ভাইরাল হয় সেই ছবি বা ভিডিও।

এবারেও তার অন্যথা হল না৷ খুশির খবর জানাতে নয়া পদ্ধতি অবলম্বন করলেন অভিনেত্রী। ইন্সটাগ্রামে সম্প্রতি তার ফলোয়ার্স বেড়ে দাঁড়িয়েছে ১ মিলিয়ন, যা অনেক টলি-বলি তারকাকেই ইতিমধ্যেই টেক্কা দিয়ে দিয়েছে। আগুন রঙা শাড়ি আর লাল ব্যাকলেস ব্লাউজে ‘আজ জানে কি জিদ না কারো’ গানের সাথে আবেদনময়ী চাহনি আর মিষ্টি হাসিতে ভিডিও দিয়ে তার দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। প্রতিবারের মত এইবারেও এই ভিডিও মন কেড়েছে নেটবাসীর।

মনামীর এক্স ফ্যাক্টর হল তার ফিগার এবং হাসি, আর খুব বুদ্ধি করেই এই দুটোকে একসাথে কাজে লাগান অভিনেত্রী, আর সেইখানেই ঘুম ওড়ার জোগাড় হয় ভক্তকূলের। সম্প্রতি টেলি এবং টলিপাড়ার নায়িকাদের এক জোটে দেখা গেছে ‘দুগ্গা এলো’ গানে। গানের অভিনব চিত্রায়ণে প্রিয়াঙ্কা সরকারকে দেখা গিয়েছে একজন ফটোগ্রাফারের চরিত্রে, আর তার চোখ দিয়েই তুলে ধরা হয়েছে বিভিন্ন ক্ষেত্রের মহিলাদের যাদের প্রত্যেকের মধ্যেই লুকিয়ে রয়েছে ‘দুগ্গা’। এই গানেও প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা গেছে মনামী ঘোষ সহ সন্দিপ্তা সেন, তৃণা সাহা, অদ্রিজা রায়, স্বস্তিকা দত্ত, রোশনি ভট্টাচার্য, অন্তশীলা ঘোষ, বিবৃতি চট্টোপাধ্যায় এবং ঋত্বিকা সেনকে। এক একরকম চরিত্রে, বিভিন্ন ধরণের সাজে ধরা দিয়েছেন এই ছোট ও বড়পর্দার অভিনেত্রীরা।

 

 

View this post on Instagram

 

Because it’s 1 MILLION

A post shared by Monami Ghosh (@monami_ghosh) on Oct 17, 2020 at 3:16am PDT

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥