বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে প্রতিদ্বন্দ্বী হয়ে আসতে চলেছে জি বাংলার (Zee Bangla) তারকা খচিত আরো একটি নতুন সিরিয়াল (New Serial)। এই সিরিয়ালের হাত ধরে এবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ছোট পর্দার ফুলঝুরি অভিনেত্রী মানালি মনীষা দে (Manali Manisha Dey)। এই সিরিয়ালের মধ্যে দিয়েই উঠে আসবে চার কন্যার জীবনের এক আনকোরা উপাখ্যান।
মানালি ছাড়াও এই ধারাবাহিকে থাকছেন টেলিভিশন জগতের আরো তিন জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের মধ্যে আপাতত নিশ্চিতভাবে উঠে আসছে যে দুজন অভিনেত্রীর নাম তাঁরা হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায় এবং বাসবত্তা চট্টোপাধ্যায় (Sneha Chatterjee & Basabdatta Chatterjee)। প্রসঙ্গত এই সিরিয়ালের হাত ধরে একদিকে যেমন মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে টেলি ভিশনের পর্দায় কামব্যাক করছেন বাসবত্তা।
অন্যদিকে তেমনি মানালির এই কামব্যাক সিরিয়ালে দর্শকরা ফিরে পেতে চলেছেন ‘নকশিকাঁথা’ সিরিয়ালের মানালি আর স্নেহার পুরনো নায়িকা-খলনায়িকা জুটিকে। তবে জানা যাচ্ছে এই নতুন সিরিয়ালটিতে মানালির বিপরীতে নায়কের চরিত্রে টেলিভিশনের কোন পরিচিত মুখ নয় পরিবর্তে দেখা যাবে এক নতুন নায়ককে। টেলিপাড়া সূত্রে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, মানালির বিপরীতে এই নতুন ধারাবাহিকে নায়কের চরিত্র দেখা যাবে ‘দ্রোণ’ নামের একজন নতুন অভিনেতাকে।
যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত নিচিতভাবে কিছু জানা যায়নি। অন্যদিকে স্নেহার বিপরীতে দেখা দেখা যাবে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের কবীর অভিনেতা সৌম্য ব্যানার্জিকে। সদ্য তাঁকে ‘নষ্টনীড়’ ওয়েব সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। এছাড়া বাসবদত্তার বিপরীতে কাকে নায়কের চরিত্রে দেখা যাবে সে বিষয়ে এখনও জানা যায়নি। অন্যদিকেই সিরিয়ালের তৃতীয় নায়িকা হিসেবে উঠে আসছে জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের নাম।
জানা যাচ্ছে ইতিমধ্যে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের লুকসেট হয়ে গিয়েছে। প্রসঙ্গত চলতি মাসের মাসের ১১ই জুন শেষ হচ্ছে জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘মিঠাই’। তার পরিবর্তে জায়গা নিতে চলেছে নতুন ধারাবাহিক ‘ফুলকি’। তবে মিঠাইয়ের স্লটে নয় ফুলকির জন্য স্লট হারাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গৌরী এলো’।
এছাড়া জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে জি বাংলার আরও একটি চর্চিত ধারাবাহিক ‘সোহাগ জল।’ মনে করা হচ্ছে এই সিরিয়ালটি শেষ করেই তার জায়গায় আসবে মানালির নতুন সিরিয়াল। কম টিআরপির কারণে ‘মুকুট’ এবং ‘ইচ্ছে পুতুল’ সিরিয়ালটি নিয়েও বেশ চিন্তায় রয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।