সোশ্যাল মিডিয়াতে রোজকার হাজারো ভাইরাল ভিডিওর মধ্যে কিছু ভিডিও মন ছুঁয়ে যায়। কিছু ভিডিও এমনি হৃদয় বিদারক হয়ে থাকে। এবার এমনি একটি হৃদয় বিদারক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।যেখানে একটি ডুবন্ত পাখিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন এক ব্যক্তি।
মাত্র ৫৮ সেকেন্ডের এই ভিডিওতে এক ব্যক্তিকে সমুদ্রে সফর করা কালীন একটি ছোট্ট পাখিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে দেখা গেছে। ব্যক্তিটি পাখিটিকে দেখতে পাওয়া মাত্রই তাকে নিজের হাতে করে সমুদ্রের জল থেকে তুলে নেন ও নিজের বোটে একটু শুকনো জায়গায় রেখে পাখিটিকে কিছুটা আদর করেন। এর পর পাখিটিকে তিনি কিছু খাবার ও জল দেন। অতন্ত্য পরিশ্রান্ত ছিল পাখিটি তাই পাখিটি খাবার ও জল খেতে থাকে। ধীরে ধীরে পাখিটি স্বাভাবিক হয়ে ওঠে।
ভাগ্যিস লোকটি পাখিটিকে দেখতে পেয়েছিল। পাখিটি যখন স্বাভাবিক হয়ে যায় তখন যে তাকে বাঁচিয়ে তুলে জীবন দিয়েছে তার প্রতি নিজের সহানুভূতিও দেখিয়েছে। ঠিক হবার পরে পাখিটি লোকটির সাথে তার বোটের কেবিনে ঘোরাঘুরি করছিল। লোকটির একটি আঙুলে এসে পাখিটি বসে ছিল। শেষে লোকটি নিজের আঙ্গুল জানলা দিয়ে গলিয়ে দিলে পাখিটি দানা মেলে খোলা আকাশে উড়ে যায়। গোটা ঘটনাটি ওই ব্যক্তি নিজের ক্যামেরাবন্দি করেছেন ও নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।
https://twitter.com/HopkinsBRFC/status/1322171844535947266
এমন এক সুন্দর ভিডিও শেয়ার করার পরেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৬ হাজার দর্শক দেখেছেন। অনেকে ভিডিওটি রিটুইট করেছেন। সাথে অনেকেই মন্তব্যও করেছেন। এক নেটিজেনদের মতে,’ এটা আজকে দেখা একটা দারুন ঘটনা! আমাদের আপনার মত আরো লোক দরকার।জেহে কুশি হয় যে আপনাদের মতো লোক আছেন।’ আবার একজন বলেছেন ‘দারুন সুন্দর।’
https://twitter.com/HopkinsBRFC/status/1322171844535947266