সংগীত হল একপ্রকার সাধনা। অনেক ধরণের সংগীত রয়েছে যেমন শাস্ত্রীয়, ক্ল্যাসিকাল,আধুনিক ইত্যাদি। তবে শুধু সংগীত নয়, তার সাথে বাদ্যযন্ত্রের প্রয়োজন রয়েছে। আমাদের চারিপাশে এমন অনেক প্রতিভাশীল ব্যক্তিরা রয়েছেন যারা অসাধারণ সুরের সৃষ্টি করতে পারেন শুধুমাত্র বাদ্যযন্ত্র দিয়েই। এবার এমনই এক যুবকের হাঁড়ি বাজিয়ে দেশের জাতীয় সংগীতের (Nathional Anthem) সুর তোলার ভিডিও ব্যাপক ভাইরাল (Viral Video) হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
সোশ্যাল মিডিয়াতে হাজারো ভাইরাল ভিডিও রোজ দেখা যায়। তার মধ্যে কিছু ভিডিও এমন হয় যা না দেখে পৰ যায় না। এই ভিডিওটিও তাদের মধ্যেই একটি। ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে ওই যুবক নিজের অসাধারণ প্রতিভার সাহায্যে সুর তুলে ধরেছেন।
সাধারণত গানের প্রতিভা নিয়ে অনেকেই হাজির হন সোশ্যাল মিডিয়াতে। ওনেকেই তাদের দুর্দান্ত গানের গলার জন্য প্রসংশিত হন। সাথে মাঝে মধ্যেই কিছু অসাধারণ প্রতিভাধারী মানুষকেও দেখা যায় এই ভিডিওগুলিতে যাদের জন্য আরো অসাধারণ হয় ওঠে গান।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে জাতীয় সংগীত ‘জন গণ মন’ গানটির সুর তুলতে দেখা যাচ্ছে এক যুবককে। তবে, সাধারণত যে সমস্ত বাদ্যযন্ত্র আমরা দেখে অভ্যস্ত সেই বাদ্যযন্ত্র দিয়ে নয়। হাড়ি দিয়েই জাতীয় সংগীতের সুর তুলেছেন এই যুবক। মোট ৯টি হাঁড়ি নিয়ে বসে আছেন ওই যুবক একে একে হাঁড়িগুলি বাজিয়ে অসাধারণ ভাবে ‘জন গণ মন’ সুর তুলেছেন ওই যুবক।
ভিডিওতে যুবকের প্রতিভা দেখে মুগ্ধ নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হবার পর থেকেই তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মেডিয়াগুলিতে। ইতিমধ্যেই ৪৫ হাজারেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। সাথে অনেকেই যুবকের দক্ষতার প্রশংসাও করেছেন।