• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জেলে বসেই বিশ্ব রেকর্ড! ৩১টি ডিগ্রি অর্জন করে সরকারি চাকরি পেল আসামি

বিশ্ব রেকর্ড (World Record) শুনলেন মনে হয় দারুন কিছু একটা ঘটনা। বিগত কয়েক দশক ধরে এমন কিছু জিনিস আমাদের সামনে এসেছে যা হয়তো একেবারেই আলাদা যা হয়তো বা কেউ কোনোদিন আগে ভাবেই নি। এবার এরকমই এক আশ্চর্যকর বিশ্ব রেকর্ডের কথাই জানাবো। পড়াশোনা করে ডিগ্রী পর্যন্ত অনেকেই করেন। তবে জেলে বসে পড়াশোনা করে ডিগ্রী পেতে আশা করি শোনেন নি কাউকে। অপরাধীরা (Prisoner) আবার লেখাপড়া করে নাকি! এবার এই ধারণাই ভুল প্রমাণ করেদিল এক ব্যক্তি।

আশ্চর্য এই ঘটনাটি ঘটিয়েছেন গুজরাটের জেলে বন্দি থাকা এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম হল ভানু ভাই প্যাটেল (Bhanubhai Patel)। পেশায় ডাক্তার ভ্যানুভাই জেলে বসেই ৩১ টি ডিগ্রী পেয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। এবার আপনি হয়তো ভাবছেন ডাক্তারবাবু হটাৎ জেলে গেলেন কেন! আসলে ভ্যানুভাইয়ের বয়স যখন ৫০ তখন ডাক্তারি করতেন তিনি। সেই সময় তার এক বন্ধু বিদেশে ব্যবসার টাকা তার অ্যাকাউন্টে জমা করত। বন্ধুর পাঠানো টাকাই হল কাল।

   

Bhanubhai Patel World Record with 31 degree in imprisonment

ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট (FERA) আইন অনুযায়ী জেল হয় ভানু ভাইয়ের। এরপর দীর্ঘ ১০ বছর ধরে জেলে আসামি হিসাবে বন্দি ছিলেন তিনি। আর জেলে বসেই ৩১টি ডিগ্রী কমপ্লিট করেছেন ভানুভাই। ওই ব্যক্তির মতে তিনি ১৯৯২ সালে ডাক্তারি পাশ করেন ও মোট ৫৪টি ডিগ্রী রয়েছে তার কাছে। তবে ৩১টি ডিগ্রী পাওয়াও যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। তাও আবার জেলে বসে, এই কারণে বিশ্ব রেকর্ড করে ফেলেছেন ভ্যানুভাই।

Bhanubhai Patel World Record with 31 degree in imprisonment

এমন আশ্চর্য ঘটনার কারণে ‘এশিয়া বুক অফ রেকর্ডস (Asia Book of Records)’ ‘ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস (Unique World Records)’ ‘লিমকা বুক অফ রেকর্ডস (Limca Book of Records)’এবং ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসও (India Book of Records) নাম উঠেছে ভানুভাইয়ের। তার এই বিশ্ব রেকর্ডের কারণে ভ্যানুভাই জেল থেকে বেরিয়ে সরকারি চাকরিও পেয়ে গিয়েছেন। এমনকি ডিগ্রী অর্জনের পাশাপাশি জেলে থাকা কালীন তিনটি ভাষায় বই লিখে ফেলেছেন তিনি। তার বইটির নাম হল ‘Behind Bars & Beyond’।

site