• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিহারি মানুষ! খাবারের লোভ দেখিয়ে নদী থেকে আনল কুমির, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Crorodile Viral Video ভাইরাল ভিডিও কুমির

বন্য পশুদের মধ্যে বহু হিংস্র প্রাণী রয়েছে। আর এই সমস্ত হিংস্র প্রাণীদের মধ্যে অন্যতম হল কুমির। কুমিরের (Crocodile) নাম শুনেই অনেকে ভয়ে সিঁটিয়ে যায়। বাচ্চারা তো চিড়িয়াখানাতে কুমির ডেকে ভয় পেয়ে যায়। আবার অনেক বাচ্চা টিভির পর্দায় তথা সোশ্যাল মিডিয়াতে কুমিরের ভাইরাল ভিডিও (Viral Video) দেখতে বেশ পছন্দ করে। যদিও চোখের সামনে কুমির এলে আর রক্ষা নেই। ডিসকভারির মত চ্যানেল দেখে সকলেই কমবেশি জানি যে কুমিরের দাঁতের শক্তি কি পরিমান।

বনের মধ্যে ছোট পশুপাখি থেকে শুরু করে, বনের রাজা বাঘ সিংহকেও খেয়ে ফেলে কুমির। এছাড়াও জলাশয়ে ঘাপটি মেরে থাকা কুমির জলাশয়ে জল খেতে আসা হরিণ থেকে গরু মোষ সকলকেই নিজের শিকার বানিয়ে নেয়। সম্প্রতি কুমিরেরই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে এক বিশাল কুমিরকে দেখা যাচ্ছে। আর বিশালাকার ভয়ঙ্কর সেই কুমিরকে খাবারের লোভ দেখিয়ে ডেকে আনছে কিছু মানুষ।

যেখানে কুমির সামনে দেখলে ভয়ে আঁতকে ওঠেন অনেকে, সেখানে এই মানুষগুলো যাকে বলে খাল কেটে কুমির আঁচে। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে  কুমিরটি বেশ খানিকটা দূরেই ছিল। তার[পর একটা লম্বা লোহার লাঠির ডগায় কিছুটা মাংস ঝুলিয়ে খাবারের লোভ দেখিয়ে ডেকে আনা হয়। আসলে একটি লঞ্চ  কিছু মানুষ ছিল হয়তো  এটি কোনো একটি সাফারির ভিডিও।

Crorodile Viral Video ভাইরাল ভিডিও কুমির

গভীর জঙ্গলে সাফারিতে অনেক সময় ভয়ংকর জীব জন্তুদের খুব কাছ থেকে দেখানো হয়। হয়তো সেই উদ্দেশ্যেই ভিডিওর ব্যক্তি কুমিরটিকে ডেকে আনছিলেন। সে যাই হোক! ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই তা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটিতে ৩২ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর ভিডিও দেখে অনেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥