রোজই হাজার হাজার ভিডিও ভাইরাল হয় নেট পাড়ায়। কোনো ভিডিও আপনাকে বেশ কিছুটা শিখিয়ে দেয় তো কোনোটা হাসিয়ে পেটে খিল ধরিয়ে দেয়। আবার কোথাও আপনি শিউরে উঠবেন। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক মজার ভিডিও যা দেখে আপনার হাসিও পাবে, আবার চিন্তাও হবে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি লোক, একটি ইয়াব্বড় পাম গাছের উপরে উঠে গাছ কাটছেন। চেইন শ ব্যবহার করে খেজুর গাছ কাটার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। লোকটি গাছটিতে উঠে গাছটির উপরের অংশ কাটছিলেন। আর গাছটি অত্যাধিক লম্বা হওয়ায় সেটি ঝুঁকে ছিল, মাথা কাটতেই লোকটি সহ সেটি তুমুল দুলতে শুরু করে।
Ever seen anyone cut a really tall palm tree?
Oh my god… https://t.co/O0sde0ZCz0
— Rex Chapman???????? (@RexChapman) September 25, 2020
প্রাথমিক ভাবে এই ভিডিও দেখে হাসি পেলেও, মোটেই এটি মজার ভিডিও নয়। যে বিপজ্জনক অবস্থায় লোকটি ছিল সেখান থেকে পড়লে তার প্রাণও যেতে পারতো। কেউ কেউ এই ভিডিও দেখে হাসিতে ফেটে পড়লেও কেউ কেউ রাগে ফুঁসছেন। তাদের বক্তব্য এত দুঃসাহসিক কাজ করেও তারা ন্যায্য বেতন পায়না। ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৪.২ মিলিয়ন মানুষ। ৮০ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন, ৩৪ সেকেন্ডের এই ভিডিওতে প্রায় ২৩ হাজার মন্তব্য জমেছে।