• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হুবহু বাঁদরের মত তড় তড়িয়ে গাছে উঠে নারকেল পেড়ে নেমে এল যুবক! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Viral Video ভাইরাল ভিডিও Man Climbing tree like monkey

কত মানুষের কত প্রতিভাই না থাকে। কেউ দুর্দান্ত নাচতে পারে তো কেউ অসাধারণ গান গায়। আবার কারোর রয়েছে অদ্ভুত সমস্ত প্রতিভা। যেমন কেউ খালি গলাতেই নানান পশু পাখির আওয়াজ করতে পারে তো কেউ বার বাঁদরের মত তড় তড়িয়ে গাছে উঠতে পারে। আর ইদানিং এই সমস্ত প্রতিভার ভিডিও গুলি ভাইরাল ভিডিও (Viral Video) হিসাবে চোখে পরে সোশ্যাল মিডিয়াতে।

সোশ্যাল মিডিয়াকে আজকাল অনেকেই প্রতিভা প্রকাশের মাধ্যম হিসাবে ব্যবহার করছেন। কারণ অনেক অল্প সময়ের মধ্যেই বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাছাড়া সোশ্যাল মিডিয়াতে রোজ হাজারো ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে এমন একটি প্রতিভার ভিডিও ভাইরাল হয়ে  পড়েছে যা দেখে অনেকের চক্ষু কপালে উঠেছে। আসলে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি লম্বা একটি নারকেল গাছে  বাঁদরের মত তড় তড়িয়ে উঠে পড়লেন। শুধু তাই নয়  গাছে উঠে টপাটপ নারকেল পেরে সেকেন্ডের মধ্যে মাটিতে নেমেও পড়লেন।

Viral Video ভাইরাল ভিডিও Man Climbing tree like monkey

ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না ওই ব্যক্তির প্রতিভা। পৃথিবীতে খুব কম মানুষই হয়তো এতক্ষম ক্ষমতার অধিকারী যে কিনা মুহূর্তের মধ্যেই গাছে উঠে নারকেল পেড়ে সেকেন্ডের মধ্যে নাম পড়ে। ওই ব্যক্তির এই গাছে ওঠা ও নামার ভিডিও কেউ এক জন শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে আর এই ভিডিও  এখন ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥