• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনব পদ্ধতিতে মাছ ধরে তাকে লাগিয়ে দিল যুবক, তুমুল ভাইরাল ভিডিও

Published on:

Viral Video ভাইরাল ভিডিও Amazing Fishing Technique

আজকাল ইন্টারনেটের যুগে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়াতে। হাসি মজার থেকে শুরু করে আজব সমস্ত কাণ্ডকারখানার ভিডিও ভাইরাল হয়ে পরে। সেই সমস্ত ভিডিওতে, মানুষ থেকে শুরু করে পশুপাখির আজব সব কান্ডকারখানা দেখা যায় সেই ভিডিওগুলিতে।

আবার রোজকার কাজগুলি করার অদ্ভুত সমস্ত পদ্ধতিও দেখতে পাওয়া যায় মাঝে মধ্যেই। কেউ কেউ মুরগির ডিমের সাহায্যে মাছ ধরেন। কাঁচা ডিম ফাটিয়ে তা গুলিয়ে নিয়ে সেই ডিমটিকে জলাশয়ের কাছের একটি গর্ত যাতে জল রয়েছে তাতে ঢালতে থাকছেন। কিছুক্ষন পরেই দেখা যায় সেখানে একে একে মাছের এসে হাজির হচ্ছে। মুহূর্তের মধ্যেই মাছ ধরে গামলা ভর্তি করে ফেলেন ওই ব্যক্তি।

সম্প্রতি এই ধরণেরই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে মাছ ধরার এক অভিনব কায়দা দেখিয়েছেন এক ব্যক্তি। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। মাছ ধরার এই অভিনব পদ্ধতি দেখে অনেকেই অকাব হয়ে গিয়েছেন।ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ছোট্ট খালের মত একটি জলাশয়ের মধ্যে কিছু  বাশ পুঁতে রেখেছেন আর তার মধ্যে রান্না বসানোর মত করে কিছু বেতের ঝুড়ি বসিয়েছেন।

Viral Video ভাইরাল ভিডিও Amazing Fishing Technique

আর ঝুড়ির ঠিক মাঝ বরাবর একটি ফাঁপাবাঁশ রয়েছে যেটা  জলাশয়ের মধ্যে ডুবে রয়েছে। এরপর এই ঝুড়িগিলির পাশি ছিপের মত করে একটি জ্যান্ত ছোট মাছ ঝুলিয়ে রেখেছেন। তবে মাছটিকে কায়দা করে একেবারে মাঝের ফাঁপা বাঁশটির ওপর ঝুলিয়ে রাখা হয়েছে। এরপর ওই ব্যক্তি সেখান থেকে চলে গিয়েছেন।

Viral Video ভাইরাল ভিডিও Amazing Fishing Technique

মজার বিষয় হল ওই ছোট মাছটিকে খাবার জন্য বড় মাছের ফাঁপা বাসের মধ্যে দিয়ে লাফিয়ে আসছে আর লাফিয়ে পড়লেই ঝুড়িতে পড়ছে।যেখান থেকে পালিয়ে যাবার আর কোনো রাস্তা নেই। এইভাবে কোনো খাটনি ছাড়াই বুদ্ধির জোরে মাছ ধরে দেখিয়েছেন ওই ব্যক্তি। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। হাজারো মানুষ ভিডিওটি দেখেছেন। সাথে মাছ ধরার এই আজব পদ্ধতি দেহে অবাক হয়ে গিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥