• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

“হাম দো হামারে দো” কে বুড়ো আঙ্গুল দেখিয়ে ১৫০ সন্তানের বাবা এক ব্যক্তি !

বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধিতে খানিকটা রাশ টানতে সচেষ্ট সরকার। জোর কদমে প্রচার হয়েছে “হাম দো হামারে দো ” এই স্লোগানের। যার অর্থ স্বামী স্ত্রী ও দুটি সন্তান নিয়ে সুধী পরিবার,যা দুই  এর বেশি সন্তানের জন্ম দেওয়া রোধের জন্য সচেতনতা মূলক প্রচার। তবে অনেকেই হয়তো দুইয়ের  বেশি সন্তানের বাবা হয়েছেন, কিন্তু ১৫০ সন্তানের বাবা এক ব্যক্তি শুনেছেন! হ্যাঁ ঠিকই দেখছেন মোট দেড়শো সন্তানের বাবা হয়েছেন এক ব্যক্তি।

মহান এই ব্যক্তিকে থামাতে পারেনি করোনার লকডাউনও ,লকডাউনেও তিনি মোট ৬টি সন্তানের বাবা হয়েছেন। অনেকে ভাবছেন এও কি কখনো সম্ভব! আবার আপনাদের অনেকের মাথায় নিশ্চই “ভিকি ডোনার” সিনেমাটি ঘুরছে। ঠিকই ধরেছেন, ইনি একজন স্পার্ম ডোনার। জো নামক ওই ব্যক্তি আদতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। বর্তমানে তিনি আছেন লন্ডনে।

   

৪৯ বছরের জো এপর্যন্ত মোট ১৫০ সন্তানের জন্ম দিয়েছেন। ২০২০ সালেই জো মোট ১০ জনের জন্য স্পার্ম ডোনেট করেছেন। যারমধ্যে ৬ জন সন্তান ইতিমধ্যেই ভূমিষ্ঠ হয়েছে। লকডাউনের পূর্বে তিনি আর্জেন্টিনায় গিয়েছিলেন সেখানেই আটকে পড়েন। যার জন্য কিছুটা স্লো হয়ে যেতে হয় জো কে,কিন্তু তাবলে থেমে যাননি তিনি। এখন তিনি লন্ডনে রয়েছেন তার আরো কিছু ক্লায়েন্টের জন্য স্পার্ম ডোনেট করবেন বলে।

জো এর কথা মত “আমি সারা বিশ্বে মোট ১৫০ সন্তানের বাবা। বর্তমানে আমার দেন করা স্পার্মে গর্ভবতী মোট ৫ জন মহিলা। কিছুদিন আগেই জন্মনিয়েছে এক শিশু। করোনার ফলে আমায় কিছু তা স্লো হতে হয়েছিল,তবে থেমে যায়নি। আমার সন্তানদের জন্ম নিতে দেখতে খুব ভালো লাগে। আমার সন্তানদের অনেকেরই আমার চেহারার সাথে অনেক মিল আছে। যেটা আমার খুবই ভালো লাগে।”

জো এর থেকে আরো জানা গেছে তিনি শুধু মাত্র স্পার্ম ডোনেশনের মাধ্যমেই সন্তানের বাবা হন না। অনেকক্ষেত্রে যৌন সঙ্গমের মাধমেও বহু মহিলাকে গর্ভবতী করে মাতৃত্বের অনুভূতি দিয়েছেন। তবে তার এই কাজের জন্য তার মোটেও আফসোস নেই। নিজের কাজে তিনি  গর্বিত।