• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠুনকে বিয়ে করলে নাচ অভিনয় বন্ধ হয়ে যেত, ৪৭ বছর পর সাক্ষাৎকারে জানালেন মমতা শঙ্কর

Published on:

Mamata Shankar opens up about Marriage with Mithun Chakraborty in an Interview

দীর্ঘ ৪৬ বছর পর বড়পর্দায় ফিরছে কলজয়ী ‘মৃগয়া’ (Mrigaya) জুটি। ফের একবার একসঙ্গে অভিনয় করবেন দুই কিংবদন্তি শিল্পী মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) এবং মমতা শঙ্কর (Mamata Shankar)। ‘প্রজাপতি’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাঁদের। যদিও অভিনেত্রী জানান, ৪৬ নয়, বরং ৪৭ বছর পর ফের বড়পর্দায় ফিরছেন তাঁরা। কারণ ‘মৃগয়ার শ্যুটিং হয়েছিল ১৯৭৫ সালে। সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে আলাপচারিতার সময় এই নিয়ে মুখ খোলেন তিনি।

সাড়ে চার দশকেরও বেশি সময় পর মিঠুনের সঙ্গে বড়পর্দায় প্রত্যাবর্তন প্রসঙ্গে মমতা শঙ্কর বলেন, ‘১৯৭৫ সালে আমরা ‘মৃগয়া’র শ্যুটিং করেছিলাম। তবে আমরা যে ৪৭ বছর পর কাজ করছি সেটা একবারও মনে হয়নি। মনে হচ্ছিল, এই সেইদিন শ্যুটিং করলাম। যেখান থেকে ছেড়েছিলাম, সেখান থেকেই ফের আরম্ভ করলাম’।

Mamata Shankar,Mithun Chakraborty,Mamata Shankar Mithun Chakraborty,Mamata Shankar Mithun Chakraborty marriage,Projapoti,Tollywood,entertainment,মমতা শঙ্কর,মিঠুন চক্রবর্তী,মমতা শঙ্কর মিঠুন চক্রবর্তী,মমতা শঙ্কর মিঠুন চক্রবর্তীর বিয়ে,টলিউড,বিনোদন

মমতা শঙ্কর জানান, দীর্ঘ ৪৭ বছর পর মিঠুনের সঙ্গে বড়পর্দায় প্রত্যাবর্তন করলেও অভিনেতার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এমনকি তাঁর মা এবং বোনেদের সঙ্গেও কথা হয় তাঁর। অভিনেত্রীর কথায়, ‘মাসিমার সঙ্গে নিয়মিত করা হয়। তবে বোনেদের সঙ্গে বেশি হয়। মিঠুনের ক্ষেত্রেও তাই। তবে ও আমায় প্রচণ্ড খেপায়, মজা করা। আসলে একসঙ্গে সিনেমাটাই স্রেফ করিনি’।

এরপরই সাক্ষাৎকারগ্রহীতা মিঠুনের সঙ্গে মমতা শঙ্করের বিয়ের প্রসঙ্গে তোলেন। অনেকেই হয়তো জানেন না, ‘মৃগয়া’ ছবির সময় এই দুই তারকার বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। সাক্ষাৎকার চলাকালীনই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, মিঠুনের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ায় কোনও আক্ষেপ নেই তাঁর?

Mithun Chakraborty Mamata Shankar coming back together on screen

মমতা শঙ্কর বলেন, ‘বিয়ে না হয়ে খুব ভালো হয়েছে। মিঠুন খুব ভালো বন্ধু। তবে আমার নাচ, ছবি করা বন্ধ হয়ে যেত। ও সেগুলো পছন্দ করতো না। ওঁর হচ্ছে, তুই শিখছিস শেখ। কিন্তু বউ হওয়ার পর বাড়িতে থাকবে। যোগিতার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই ওঁর জন্য যোগিতাই ঠিক আর আমারজন্য চন্দ্রোদয় (অভিনেত্রীর স্বামী)’।

আলাপচারিতার সময় মিঠুনের সঙ্গে নিজের সম্পর্কই শুধু নয়, টলিউড সুপারস্টার দেবের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা বলেন মমতা শঙ্কর। দেবের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘দেবকে অনেকদিন ধরে চিনি। তবে এবার কাজ করতে গিয়ে ওঁর সঙ্গে আমার কথাবার্তার সুযোগও বেশি হয়েছিল। মনে হচ্ছিল, আমার দুই ছেলের প্রতি যেমন টান রয়েছে, ওঁর প্রতিও তেমনটাই রয়েছে। খুবই ভদ্র ছেলে। মনেই হয়নি, ওঁর সঙ্গে এই প্রথম কাজ করছি’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥