সামনেই ২১ এর বিধানসভা নির্বাচন। স্বভাবতই সরগরম গোটা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। রাজনীতির সঙ্গে বরাবরই যোগাযোগ ছিল সিনে মহলের। এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহল এবং চলচ্চিত্র মহল কার্যত উত্তাল অভিনেত্রী সায়নী ঘোষ (Sayani Ghosh) কে নিয়ে।
সায়নীর করা ২০১৫ সালের একটি ট্যুইট খুঁজে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন বিজেপি (BJP) নেতা তথাগত রায় (Tathagata Roy)। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে তুমুল রাজনৈতিক তরজা।
এবার এই বিতর্কিত ট্যুইট কান্ডে সায়নীর পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন, হাটমুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গটি তুলে এনে বলেন ‘সায়নী আমার নাতনির বয়সী। বিজেপি ওকে ধমকাচ্ছে’। এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এবার মমিতা বলে ওঠেন, বাংলায় ধমকালে লিউকোপ্লাস্ট দিয়ে দেবো।
পুরুলিয়া থেকে তোপ দেগে বললেন, বাংলায় ধমকের রাজনীতি করতে এলে এলে রুখে দেবেন তিনিই। ইতিমধ্যেই সায়নীর পাশে ধরেছেন তৃণমূলের আরেক নেত্রী কাকলি ঘোষ দস্তিদারও। সায়নীকে যেভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে ট্যুইটারে তার বিরুদ্ধে সরব হন কাকলিও।