• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা সিরিয়াল মানেই তিনটে বিয়ে, কুটকচালি! কড়া বার্তায় এবার নির্মাতাদের ধুয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On Bengali Serial: হালফিলে ওটিটির যতই রমরমা হোক না কেন, আমাদের মা-ঠাকুমাদের কাছে কিন্তু এখনও বিনোদন মানেই টেলিভিশন (Television)। সকাল থেকে রাত অবধি কাজের ফাঁকে বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখাটা তাঁদের রোজনামচার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পর্যন্ত ধারাবাহিক দেখতে খুব পছন্দ করেন। পাহাড় সমান কাজের ফাঁকে একটু ফাঁকা সময় পেলেই নিজের পছন্দের সিরিয়াল (Serial) দেখে নেন তিনি।

সম্প্রতি বাংলা সিরিয়ালের তারকাদের পুরস্কৃত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছিল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (Telly Academy Awards)। সেই অনুষ্ঠানে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) থেকে শুরু করে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) হয়ে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) একাধিক জনপ্রিয় বাংলা ধারাবাহিকের নাম শোনা যায় তাঁর মুখে। শুধু এটুকুই নয়, কোন ধারাবাহিকে এখন কীসের ট্র্যাক চলছে সেটাও পর্যন্ত জানেন মুখ্যমন্ত্রী।

   

Kar Kache Koi Moner Kotha, Parag mother slapped Shimul

সাম্প্রতিক অতীতে বাংলা সিরিয়ালের তথাকথিত পরকীয়া-কুটকচালি নিয়ে দর্শকদের একাংশের মধ্যে যথেষ্ট ক্ষোভ দেখা গিয়েছে। একজনের একাধিক বিয়ে, ছেলের বৌয়ের ওপর শাশুড়ির নির্যাতন, পরকীয়া- ঘুরিয়ে ফিরিয়ে বেশিরভাগ ধারাবাহিকে এসব ট্র্যাকই দেখানো হচ্ছে। যদিও এসবের মাঝে ‘বাংলা মিডিয়াম’র (Bangla Medium) কনটেন্টের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রামপ্রসাদ’ (Ramprasad) সব্যসাচী চৌধুরীর বড় ফ্যান তিনি। এছাড়া ‘অনুরাগের ছোঁয়া’র দুই মিষ্টি খুদে সোনা-রূপার প্রশংসাও শোনা যায় তাঁর গলায়। তবে শুধু প্রশংসাই নয়, বাংলা সিরিয়ালের বিতর্কিত কনটেন্ট নিয়েও এদিনের অনুষ্ঠানে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee, Mamata Banerjee on Bengali serial

বাংলা ধারাবাহিক নিয়ে কথা বলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেই ফেলেন, ‘আর একটা জিনিস তো আপনাদের আছেই। একজনের তিনবার বিয়ে হচ্ছে…আর একটা কুটকচালি তো থাকবেই। নেগেটিভ চরিত্র। পজেটিভ চরিত্রকে নেগেটিভ করে দেওয়া। ধারাবাহিকটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া। আর কেউ যদি চলে যায় তাঁকে মেরে দেওয়া। আমি কিন্তু এসব দেখলেই বুঝতে পারি’।

এরপর বাংলা ধারাবাহিকের ক্রিয়েটিভ টিমের কাছে অনুরোধ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু খারাপ জিনিস মানুষ বেশি দ্রুত গ্রহণ করে, কোনও অপরাধমূলক দৃশ্য দেখানোর পর কঠোর শাস্তি দেওয়ার ব্যাপারটাও যদি একটু দেখান। তাহলে প্রশাসনের জাগরণ হয় এবং আমরা আপনাদের থেকে শিক্ষা নিয়ে অনেক কাজ করতে পারি’।

site