বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতকে (Mallika Sherawat) বর্তমানে সবাই চেনে। সম্প্রতি ৪৪ বছরে পা দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর আসল নাম কিন্তু মল্লিকা নয়, অভিনেত্রীর মা বাবার দেওয়া আসল নাম হল রিমা লাম্বা। ১৯৭৬ সালের ২৪ শে অক্টোবর হরিয়ানার রেহাতের একটি জাট পরিবারের জন্ম হয়েছিল অভিনেত্রীর। অভিনয় জগতে আসার আগেই অভিনেত্রী নিজের নাম পরিবর্তন করেন।
বলিউডের জালেবি বাই দীর্ঘদিন সিনেমার লাইম লাইট থেকে দূরে রয়েছেন। ২০১৭তে জিনাত ছবিতে তাকে সর্বশেষ দেখা গেছিল। এরপর থেকে এখনো বড়পর্দায় দেখা যায়নি অভিনেত্রীকে। শোনা যাচ্ছিল কিছুদিন আগে নাকিঅভিনেত্রী ফ্রেঞ্চ ব্যবসায়ী সাইরিল অক্সেনফেন্স ( Cyril Oxenfense ) এর সাথে নাকি ডেটিং করছিলেন। তবে শোনা যায় ২০১৭ সালে অভিনেত্রীকে তার বয়ফ্রেন্ডের সাথে প্যারিসের ঘর থেকে বের করা হয়েছিল। কারণ অভিনেত্রী নাকি ঘরের ভাড়া মেটাতে পারেননি আর্থিক অভাবের জেরে। ভাড়ার অঙ্কটাও নেহাত কম ছিল না, ভারতীয় মুদ্রায় ভাড়ার অঙ্কটা ছিল প্রায় ৬৪ লক্ষ্য টাকা।
বলিউডে আইটেম ডান্সের জন্য বিখ্যাত এই অভিনেত্রীর বলিউডে প্রবেশের আগের পথ তও খুবএকটা মসৃন ছিল না। বলিউডে প্রবেশের পূর্বে তিনি এয়ারহোস্টেস হিসাবে একটি বিমান কোম্পানিতে কাজ করতেন। সেখানে এক পাইলট করণ সিং গিলের (Karan Singh Gill) সাথে বিয়েও করেছিলেন, কিন্তু সেই বিয়ে ৪ বছরের মাথায় ভেঙে যায়। কানাঘুষো শোনা যায় মল্লিকার নাকি একটি ছেলেও আছে তার প্রথম বিবাহসূত্রে। বলিউডে নায়িকা হবার শখ ছিল ছোট থেকেই, তাই মুম্বাইতে এসে থাকতে শুরু করেন তিনি।
বলিউডে প্রথম ছবি “জিনা সিরফ তেরে লিয়ে (Jeena Sirf Merre Liye)” দিয়ে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী। এরপর অভিনেতা ইমরান হাসমির সাথে তার জুটি বেশ জনপ্রিয় হয়েছিল একসময়। বলিউডে প্রচুর সাহসী ও অন্তরঙ্গ দৃশ্যে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এরপর “কিস কিস কিস কিসমত (Kiss Kis kis Kismat)”, “প্যারকে সাইড এফেক্টস (Pyaar Ke Sideeffects)”, “ডাবল ধামাল (Double Dhamal)”, “ডার্টি পলিটিক্স (Dirty Politics)” ইত্যাদি ছবিতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।