করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে দেশে দ্রুতগতিতে ভ্যাকসিনেশনের (vaccination) কাজ শুরু হয়ে গিয়েছে। মানুষ যাতে আরও বেশি করে ভ্যাকসিনের জন্য উৎসাহিত হন তার জন্য সেলিব্রিটিরা নিজেদের টিকা নেবার ছবি ও ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora) নিজের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর টিকা নেবার সময়ের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। কিন্তু ছবি শেয়ার হবার পরেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছেন অভিনেত্রীকে।
নিজের শরীরের দিকে বেশ যত্নবান মালাইকা। বয়স ৪৭ হলেও তাকে দেখে সেটা বোঝা দায়! শরীরচর্চা আর হেলদি লাইফস্টাইলের মধ্যে দিয়ে নিজেকে এখনো ফিট অ্যান্ড হট রেখেছেন অভিনেত্রী। কিন্তু মুশকিল হল টিকাকেন্দ্রে টিকা নেবার জন্য অভিনেত্রী যে পোশাক পরে হাজির হয়েছিলেন সেই পোশাকের ফাঁকে একেবারে উন্মুক্ত অভিনেত্রীর ক্লিভেজ।
আসলে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা যেখানেই যাক না কেন পাপারাৎজিদের সামনে পড়তে হয় তাদের। সেলেব্রিটিদের ছবি আর ভিডিও সংগ্রহের জন্য টিকাকেন্দ্রেও হাজির পাপারাৎজিরা। টিকার নেবার সময় ছবি তোলা হলেও অভিনেত্রীর এই বক্ষ প্রদর্শণ করা ছবি দেখে বেজায় চটেছে নেটিজেনরা। কেন ভ্যাকসিন নিতে যাবার সময় এই ধরণের পোশাক পড়েছেন মালাইকা? এই ধরণের প্রশ্ন আসতে শুরু করে।
View this post on Instagram
অভিনেত্রীর ভ্যাকসিন নেবার ছবিতে কিছু নেটিজেনদের মন্তব্য, একেবারেই লজ্জাহীন মালাইকা। তো কিছু জনের মতে, ভ্যাকসিন সেন্টার যাচ্ছে নাকি জিমে যাচ্ছে বোঝা বড়োই মুশকিল। এমন নানা ধরণের কটূক্তির শিকার হয়েছেন মালাইকা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিতে গিয়ে।
প্রসঙ্গত, মালাইকাকে নিয়ে বিটাউনের চর্চার অন্ত নেই! বলিউডের অভিনেতা অর্জুন কাপুরের সাথে দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন মালাইকা। নিজের থেকে দশ বছরেরও বেশি ছোট অভিনেতার সাথে সম্পর্ক থাকার জেরে বহুবার নানা ধরণের কটাক্ষের সম্মুখীন হতে হয়েছেন অভিনেত্রীকে। এমনও গুঞ্জন রয়েছে যে মালাইকা ও অর্জুন বিয়ে করতে চলেছেন। তবে, অভিনেত্রীর ফিগার দেখে কিন্তু তার আসল বয়স বলা খুবই মুশকিল।