বলিউডের বিখ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। একসময় মালাইকার নাচের দিওয়ানা ছিল সকলে। ‘মুন্নি বদনাম হুই (Munni Badnaam Hui)’ গানে মালাইকার নাচ আজও মনে রয়েছে অনেকেরই। তবে সময় পেরোলেও মালাইকা কিন্তু একই আছেন। যেমন শরীরের ফিটনেস তেমনি গ্ল্যামারাস মালাইকা। বর্তমানে ৪৭ বছর বয়স মালাইকার যেটা তাকে দেখে বলতে পারা অসম্ভব। এদিকে নিজের থেকে বয়সে প্রায় ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে লিভ ইন সম্পর্কে রয়েছেন অভিনেত্রী।
এর আগে সালমান খানের ভাই আরবাজ খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ছিলেন মালাইকা। কিন্তু সেই বিয়ের সম্পর্ক টেকেনি, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় আরবাজ খানের সাথে। তবে বয়স বাড়লেও নিজেকে যেভাবে মেইনটেইন করে রেখেছেন মালাইকা তা দেখে লাখো পুরুষ আজও ফিদা হয়ে যাবে অভিনেত্রীকে দেখেই।
বয়সে ছোট অভিনেতা অর্জুন কাপুরের সাথে প্রেমের সম্পর্ক থেকে শুরু করে লিভ ইনে থাকা নিয়ে বিটাউনে ব্যাপক চর্চিত অভিনেত্রী। তবে সম্প্রতি আবারো শিরোনামে উঠে এসেছে মালাইকার নাম। এর কারণে রয়েছে এক রিয়্যালিটি শোতে মালাইকার মন্তব্য। আবারো মা হবার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর এই মন্তব্যের জেরেই আবারো আলোচনার সূত্রপাত হয়েছে।
আসলে মালাইকা নাচের রিয়্যালিটি শো Super Dancer এ বিচারক হিসাবে ছিলেন। সেখানে প্রতিযোগীদের নাচ দেখে বাকি বিচারকদের মত মুগ্ধ হয়েছিলেন মালাইকা। তবে ফ্লোরিনা গোগোই (Florina Gogoi) নামের একটি মেয়ের নাচ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন মালাইকা। এতটাই মুগ্ধ হয়ে পড়েছিলেন যে তিনি বলেই ফেলেন, ‘ফ্লোরিনার মতই একটা মেয়ে চাই আমার’।
আসলে মালাইকার বড় তার পরিবারে অনেক মেয়ে ছিল। কিন্তু বর্তমানে তাদের পরিবারে ছেলেদের সংখ্যাই বেশি। এদিকে ছোট্ট ফ্লোরিনার নাচ যেন মন ছুঁয়ে যায় অভিনেত্রীর। তাই তিনিও কল্পনা করে বসেন যদি তারও একটা ফ্লোরিনার মত মেয়ে হহত। অবশ্য মালাইকা কিন্তু মা হয়ে গিয়েছেন আগেই এক পুত্র সন্তানের মা মালাইকা, ছেলের নাম আরহান।