বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। ‘মুন্নি বদনাম হুই (Munni Badnaam Hui)’ আইটেম গানে দুর্দান্ত নাচের কারণে একসময় ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন অভিনেত্রী। সেই থেকে এখনও পর্যন্ত সমান জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর ৪৭ বছর বয়স হলেও এক্কেবারে ফিট ফিগার অভিনেত্রীর। তবে আরেকটি বিশেষ কারণে বি-টাউনে মাঝেমধ্যেই চর্চার বিষয় হয়ে পড়েন অভিনেত্রী। সেটা হল নিজের থেকে ১২ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে মালাইকার সম্পর্ক।
এমনিতেই বলিউড সেলেব্রিটিশদের জীবন নিয়ে দর্শকদের মধ্যে আলাদাই কৌতূহল থাকে। বিশেষত পছন্দের অভিনেতা অভিনেত্রীদের প্রেমের সম্পর্কের ব্যাপারে। তাই, মালাইকা-অর্জুন জুটির প্রেম বলিউডের চর্চিত জুটির মধ্যে একটি। প্রায়শই দুজনকে একত্রে দেখা যায়। এছাড়া একসাথে ঘুরতে যাওয়া থেকে শুরু করে, মালাইকাকে যোগাতে সাহায্যে করতেও দেখা যায় অর্জুন কাপুরকে।
মালাইকা সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, ১২.৬ মিলিয়নেরও বেশি অনুগামী রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে। তাদের উদ্দেশ্যে মাঝে মধ্যেই নানান হট অ্যান্ড বোল্ড থেকে ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। তবে সম্প্রতি মালাইকার শেয়ার করা কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জল্পনার। বয়সে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সাথে সম্পর্কের কারণে এমনিতেই সংবাদ মাধ্যমের চর্চায় থাকেন অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে যে বিয়ে করতে চলেছেন দুজনে।
এবার মালাইকার হাতে দেখা গেল হীরের আংটি। অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন সেই ছবি। হাতের আঙুলে জ্বলজ্বল করছে হীরের আংটি। তবে কি লুকিয়ে এনগেজমেন্ট পর্ব সেরে ফেললেন অভিনেত্রী? ছবিটি শেয়ার হবার পর ভাইরাল হয়ে পড়লে শুরু হয় জল্পনার।
অবশ্য আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। এনগেজমেন্ট করেননি অভিনেত্রী। আসলে একটি বিজ্ঞাপনের জন্যই এই ধরণের ফটোশুট করেছেন মালাইকা। আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যা দেখে অনেকেই হয়তো ভেবেছেন হয়তো বাগদান পর্ব সেরে ফেলেছেন অভিনেত্রী। অবশ্য দুজনের বিয়ের অপেক্ষায় রয়েছে বি-টাউন তথা অভিনেত্রীর অনুগামীরা।