গসিপবিনোদন

ছেলের বয়সী অর্জুনের সাথে খুল্লাম খুল্লা প্রেম, অবশেষে আসছে শুভদিন! লাজুক মুখে বিয়ের ইঙ্গিত মালাইকার

বলিউডের অন্যতম চর্চিত কাপলদের (Bollywood couple) মধ্যে একজন হলেন অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং মালাইকা অরোরা (Malaika Arora)। অসমবয়সী এই তারকা জুটিকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। তাঁদের প্রেম থেকে শুরু করে বিয়ের গুঞ্জন সব কিছু নিয়েই চলতে থাকে দেদার চর্চা।

বেশ কিছুদিন আগে যেমন করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এও অর্জুনকে তাঁদের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। সেই সময় এই বিষয়ে কিছু খোলসা করে না বললেও, এবার জানা যাচ্ছে শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন এই অর্জুন-মালাইকার জুটি। কারণ বিয়ের আগে এনগেজমেন্টটাই তো সেরে ফেললেন তাঁরা!

Malaika Arora and Arjun Kapoor

হ্যাঁ, ঠিকই দেখছেন। অবাক লাগলেও এটিই সত্যি! কারণ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ‘সুখবর’টি দিয়েছেন খোদ মালাইকা। বৃহস্পতিবার অভিনেত্রী একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমি হ্যাঁ বলে দিলাম’। ক্যাপশনের সঙ্গে যোগ করেছেন তিনটি হৃদয়ের ইমোজিও।

মালাইকার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কপালে হাত দিয়ে লাজুক হাসি হাসছেন তিনি। এই পোস্টটিতে অর্জুন নেই। তাঁকে ট্যাগও করেননি বলি সুন্দরী। অভিনেত্রীর বাঁ হাতের অনামিকায় কোনও আংটিও দেখা যাচ্ছে না। কিন্তু ক্যাপশনের ধোঁয়াশার কারণে শুরু হয়েছে অর্জুন-মালাইকার বিয়ের গুঞ্জন। নেটিজেনদের অনেকে তো অভিনেত্রীকে বিয়ে কবে তা জিজ্ঞেস করতেও শুরু করে দিয়েছেন।

চলতি বছর ‘কফি উইথ করণ’এ বিয়ের প্রসঙ্গে কথা বলার সময় অর্জুন সাফ বলেছিলেন এখন তাঁদের সাত পাক ঘোরার কোনও পরিকল্পনা নেই। অভিনেতা বলেছিলেন, ‘আমি নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই। আমি দেখতে চাই কোথায় পৌঁছচ্ছি। আমি বাস্তববাসী মানুষ। আমি কিছু লুকোচ্ছি না। শুধু অর্থনৈতিক ভাবেই নয়, আমি আরও স্বাবলম্বী হতে চাই। যদি আমি খুশি থাকি তাহলেই আমি আমার পার্টনারকে খুশি করতে পারব। আর আমার অনেকটা খুশি কাজ থেকে আসে’।

Malaika Arora মালাইকা অরোরা

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার সলমন খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে অর্জুনের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মালাইকা। ২০১৯ সাল থেকে খুল্লমখুল্লাই প্রেম করছেন দু’জনে। এবার দেখা যাক, ‘ছাইয়া ছাইয়া গার্ল’ সত্যিই এনগেজমেন্ট সারলেন নাকি কোনও কিছু প্রচারের কৌশল এটি।

Back to top button