• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে মালাইকা অরোরা, চোট পেয়ে ভর্তি মুম্বাইয়ের হাসপাতালে

Published on:

Malaika Arora car accident

নিজের গাড়িতে যাওয়ার সময়েই পথ দুর্ঘটনার শিকার হলেন মালাইকা অরোরা (Malaika Arora)। যেমনটা জানা যাচ্ছ শনিবার একটি ফ্যাশন পোগ্রামের জন্য গিয়েছিলেলন অভিনেত্রী। সেখান থেকে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় চোট পেয়েছেন মালাইকা। বর্তমানে তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

গতকাল অর্থাৎ শনিবার বিকেলে পুণেতে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন শোয়ের। সেখানেই আমন্ত্রিত ছিলেন মালাইকা। সেখান থেকে ফেরার পথে খালাপুর টোল প্লাজার কাছাকাছি দুর্ঘটনার কবলে পড়ে অভিনেত্রীর গাড়ি। দুটি গাড়ির মধ্যে ধাক্কা লেগেছে দুর্ঘটনায়।

Malaika Arora,Malaika Arora Car Acciddent,Malaika Car accident,Malaika Arora Hospitalised,মালাইকা অরোরা,মালাইকা অরোরা হাসপাতালে,Malaika Arora Hot Photos,Bollywood Latest News

দুর্ঘটনার সময় মালাইকার গাড়িতে ড্রাইভার ছাড়াও ছিল তাঁর দেহরক্ষীরা। দুর্ঘটনার ফলে অভিনেত্রীর গাড়ির সামনের অংশ ক্ষতিকগ্রস্ত হয়েছে। অভিনেত্রী নিজেও আঘাত পেয়েছেন। তবে স্বস্থির খবর একটাই যে খুব বেশি গুরুতর চোট লাগেনি। অভিনেত্রীর দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই চিন্তিত হয়ে পড়েছিলেন অনুরাগীরা।

Malaika Arora,Malaika Arora Car Acciddent,Malaika Car accident,Malaika Arora Hospitalised,মালাইকা অরোরা,মালাইকা অরোরা হাসপাতালে,Malaika Arora Hot Photos,Bollywood Latest News

জানা গিয়েছে অভিনেত্রীর দুর্ঘটনার পর ওই রাস্তা দিয়েই ফিরছিলেন একজন নেতা। তিনিই মালাইকাকে মুম্বই নিয়ে আসেন। এরপর নাভি মুম্বাইয়ের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। সেখানেই প্রাথমিক চিকিৎসা হয়েছে। সূত্রমতে, মাথায় আঘাত পেয়েছেন মালাইকা, তবে চোট গুরুতর নয়। এরপর রাত্রে হাসপাতালেই সিটি স্ক্যান করা হয়, আপাতত সুস্থ আছেন মালাইকা এমনটাই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, বলিউডের প্রথমসারির অভিনেত্রীদের মধ্যেই একজন মালাইকা। কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি।  শাহরুখ খানের সাথে ‘দিল সে’ ছবি দিয়েই প্রথম আত্মপ্রকাশ করেছিলেন মালাইকা। এরপর একাধিক ছবিতে কাজ করেছেন। অভিনয় ছাড়াও নিজের দুর্দান্ত নাচের কারণেও বেশ জনপ্রিয় মালাইকা।

সালমান খানের দাবাং ছবিতে মালাইকার ‘মুন্নি বদনাম হুই’ গানে মালাইকার আইটেম ডান্স আজও মনে রয়েছে দর্শকদের। তাছাড়া এখনও বি টাউনে সর্বদাই চর্চায় থাকেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রীর বয়স ৫০ ছুঁই ছুঁই, কিন্তু তাকে দেখে সেটা বুঝতেপারা অসম্ভব। এই বয়সেও নিজের দুর্দান্ত ফিগার মেইনটেইন রেখেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥