সোশ্যাল মিডিয়াতে রোজই কিছু না কিছু ভাইরাল হচ্ছেই। তা সে ছবি হোক বা ভিডিও। এই সমস্ত ভিডিও গুলির মধ্যে কখনো মজা ভিডিও তো কখনো অদ্ভুত সমস্ত ভিডিও। আবার অনেকেই নিজের প্রতিভার ভিডিও দেন ভাইরাল হয়ে পরে। এবার ভাইরাল হয়েছে একটি পাখির কীর্তিকলাপের ভিডিও।
পাখি বলতে হয়তো পারে যে হয়তো কোনো শিক্ষিত পাখির সুন্দর করে ইংরেজি বলা বা কেরামতির ভিডিও। আসলে তা নয়। ভিডিওতে একটি ম্যাকাউ (Makau Parrot)পাখি নারকেল গাছ থেকে ডাব পেড়ে খাচ্ছে!হ্যাঁ, ঠিকই শুনেছেন পাখিতে পেড়ে খাচ্ছে ডাব। আসলে ম্যাকাউ পাখিটি সাধারণ পাখিদের থেকে বেশ বড়ো আকারের। যার ফলে তার গায়ের শক্তিও অনেক বেশি।
পাখিটি নিজের ঠোঁট বা চঞ্চু দিয়েই প্রথমে চিরে নিয়েছে ডাবটি। তারপর হুবহু মানুষের ন্যায় সেটিতে ফুটো করেছে নিজের চঞ্চু দিয়েই। শেষে ডাব থেকে পাখিটি জল খেয়ে নিচ্ছে। ম্যাকাউ পাখির এহেন কান্ড কারখানা দেখে অবাক হয়েছেন সকলেই। সাথে পাখিটির বুদ্ধির প্রশংসাও করেছেন অনেকেই।
বুদ্ধিমান এই ম্যাকাউ পাখির ভিডিওটি ফেসবুকে এক ব্যক্তি শেয়ার করেছেন। শেয়ার করার পর থেকে ভিডিওটিতে বেড়ে চলেছে দর্শকের সংখ্যা। যার ফলে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি।