• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRPতে আবারও সেরা হবে মিঠাই! ফিরছে ভিলেন আগরওয়াল, ছোট্ট হালুমকে নিয়ে আসছে বড়সড় টুইস্ট

Published on:

Major twist coming in Mithai regarding Halum

একটা সময় ছিল যখন সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের স্থান ধরে রেখেছিল ‘মিঠাই’ (Mithai)। কিন্তু সেসব এখন অতীত। ‘ধুলোকণা’, ‘খড়কুটো’, ‘গৌরী এলো’র ঝড়ে ‘মিঠাই’এর এখন নাজেহাল দশা। তবে নির্মাতারা এখন সিরিয়ালের পুরনো টিআরপি ফিরিয়ে আনতে মরিয়া। সেই কারণে গল্পের মোড়ও কিছুটা ঘোরাবেন তাঁরা। বেঙ্গল টপার হওয়ার জন্য এবার বড় টুইস্ট আসতে চলেছে ‘মিঠাই’এ।

গত কয়েকদিন ধরে সিরিয়ালে দেখানো হচ্ছে, ‘মিঠাই’এর সঙ্গে হালুম (Halum) নামের একটি ছোট্ট বাচ্চার দেখা হয়েছে। সে এখন মনোহরাতেই থাকছে। মোদক পরিবারের সকলের নয়নের মণি হয়ে উঠেছে সে। বিশেষত মিঠাই এবং সিদ্ধার্থ তো হালুমকে ছাড়তেই নারাজ।

Siddharth and Mithai with Halum

এবার ‘মিঠাই’এ হালুমকে নিয়েই বড় টুইস্ট আসতে চলেছে। শুধু তাই নয়, ছোট্ট হালুমের সঙ্গে রয়েছে আদিত্য আগরওয়ালের যোগ। সম্প্রতি সিরিয়ালে দেখানো হয়েছে, হালুমকে কিছু গুন্ডা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু হালুম তা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। তখনই সিডের সঙ্গে তার দেখা হয়।

এরপর দেখানো হয়, হালুমকে বাড়ি নিয়ে আসার কয়েকদিন পর তাঁর প্যান্টের পকেট থেকে একটি সাদা রঙের চিরকুট উদ্ধার হয়েছে। রাতুল এবং রুদ্র সেখান থেকে অনেক কষ্ট করে একটি কোড উদ্ধার করে। রুদ্র যাচাই করে দেখেন ঠিকানাটি মিঠাইদের দোকানের পিছনে অবস্থিত। রুদ্রর পাঠানো পুলিশ ফোর্স সেখান থেকে বেশ কিছু ছবি তুলে আনে। সেগুলি দেখে হালুম নিজের মায়ের কথা উল্লেখ করে।

Halum and Mithai

পরবর্তী পর্বে দেখানো হবে, সিড, রাতুল এবং শ্রীতমা ছদ্মবেশে সেই গোডাউনে যায়। সেখানে গিয়েই হালুমকে যে গুন্ডারা তুলে নিতে চেয়েছিল, তাঁদের দেখতে পায়। সিদ্ধার্থরা দেখে, সেই গুন্ডারা ফোনে তাঁদের বসের সঙ্গে কথা বলছে।

অপরদিকে মিঠাই হালুমকে নিয়ে তাঁদের মিষ্টির দোকানে যায়। কিন্তু ছোট্ট হালুম গোডাউনের দিকে দৌড়ে যায়। মিঠাই তার পিছনে গিয়ে সেই গোডাউনটিকে চিনতে পারে। এরপর মিঠাই সেখানে গেলে আদিত্য আগরওয়াল তাঁদের দেখতে পায়। সে ভাবতে থাকে, এটাই কি সেই খুদে যার বাবা-মাকে সে আটকে রেখেছে? এরপর মিঠাই আদিত্যকে দেখতে পেয়ে হালুমকে নিয়ে সেখান থেকে চলে যায়। এবার দেখার, কেনই বা আদিত্য হালুমের বাবা-মা’কে আটকে রেখেছে? সিদ্ধার্থরা কি পারবে তাঁদের উদ্ধার করতে?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥