• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফের বড়সড় দুর্যোগের আশঙ্কা! ভূমিকম্প হতে পারে ভারতেই এই সমস্ত জায়গায়, জারি সতর্কতা।

Published on:

অনেকেই কথায় কথায় বলে থাকেন যন্ত্রণার শেষ নাই! এযেন সেরকমই অবস্থা ২০২০ সালের। একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে, যেন বিরাম নেই। একে করোনা মহামারীর জেরে  সাধারণ মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে, তার মধ্যে আবার আমফানের ক্ষত এখনো সম্পূর্ণ সেরে ওঠেনি কিছু জায়গাও। এবার মাথার ওপর আরেক অশনি সঙ্কেতের খাঁড়া!

বছরের প্রথম থেকেই ভারতের কিছু কিছু জায়গায় বারবার ছোট মাপের কিছু ভূমিকম্প অনুভূত হয়েছে। মুম্বাইতেও বিগত কয়েক মাসে একাধিক বার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যার রিখটার মাত্রা ছিল কমের মধ্যে  যার ফলে সেরম কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু এবার আবহাওয়াবিদ ও ভূমিতত্ববিদরা যা বলছেন তা সত্যি আঁতকে ওঠার মত। ভূমিতত্ববিদ ডঃ সুজিব করে মতে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই একটি বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।

ভূমিকম্পের  কারণ বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ভুগর্ভস্ত টেকটোনিক প্লেট আফ্রিকান প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের অবস্থান। বিগত কয়েক দিন যাবৎ আফ্রিকান টেকটোনিক প্লেটে ভূমিকম্প হয়ে চলেছে। যার ফলে এই প্লেটের প্রসারণ বেড়ে গেছে। কিছুদিন আগেই তাজাকিস্থানে ৫ রিখটারের বেশি মাত্রার ভূমিকম্প হয়েছে আফ্রিকান প্লেটের জেরে। আর এই প্লেটের সাথে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটেও ভূমিকম্প দেখা যাচ্ছে যার ফলে এই প্লেটটিও প্রসারিত হচ্ছে।

আশঙ্কার কারণ হল এই দুই প্লেট প্রসারিত হতে থাকলে হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়। যার ফলে আবার নর্থ ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের প্রসারণে প্রভাব পরে। এই প্লেটে প্রভাব পড়লে পূর্ব ও উত্তর ভারতে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা তৈরী হয়। ভূমিকম্পের মাত্রা যদি ৫ রিখটার চাপিয়ে যায় সেক্ষেত্রে ভারী ক্ষয়ক্ষতির আশংকা থাকে। আর বর্তমান পরিস্থিতিতে এই আশঙ্কা সত্যি হবার সম্ভাবনা প্রবল।তাই জারি করা হচ্ছে আগাম সতর্কতা। ভূমি তত্ত্ববিদের মতে এই ভূমিকম্প আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই ঘটতে পারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥