• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসা দিয়েই তালিবানদের থেকে মেয়েদের বাঁচবেন মাহিকা! মোদিজীকে দেওয়া প্রস্তাবে হাসছে নেটপাড়া

Updated on:

Mahika Sharma gives PM Modi Rakhi Idea to save Afgan Women from Taaliban

২ দশক পর গত ১৫ ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকেই তালিবানরা (Taliban) হাতের মুঠোয় পুরে নিয়েছে গোটা আফগানিস্তান (Afganistan)। আর তালিবানরা দখল নেওয়ার পর থেকেই আফগানিস্তানের বাতাসে বারুদের গন্ধ আর রাস্তায় চাপ চাপ রক্ত। আর তালিবানদের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে চরম অসহায় অবস্থায় এক অনিশ্চিত জীবন কাটাচ্ছেন আফগানিস্তানের বাসিন্দারা।

তাই এই মুহূর্তে তালিবানদের কবল থেকে নিজেদের মুক্ত করতে দেশ ছাড়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন সেদেশের নাগরিকরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে সেই মর্মান্তিক দৃশ্যের একধিক ছবি এবং ভিডিও। এই মুহূর্তে আফগান মহিলা ও শিশুদের ত্রাসে পরিণত হয়েছে তালিবানরা। আফগানিস্তানের এই অশান্ত পরিস্থিতিতে সেখানকার অসহায় মানুষদের জন্য উদ্বিগ্ন গোটা বিশ্ব। এবার এই অসহায় আফগান বাসীদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী মাহিকা শর্মা (Mahika Sharma)।

Mahika Sharma

আফগান মহিলাদের এই অসহায় অবস্থা থেকে মুক্তি দিতে চান মাহিকা। আর তাই নিজে থেকেই তার উপায় বাতলে ফেলেছেন মাহিকা। এমনকি নিজের সেই আইডিয়াটি কেমন তা জানতে চেয়ে প্রশ্ন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এপ্রসঙ্গে একটি টুইটে মাহিকা লিখছেন, ‘আফগান মহিলাদের বাঁচাতে আমি আসছি। তালিবানদের আমি ভাই বানাবো আর রাখি পরাবো। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (Narendra Modi) আমার আইডিয়াটা কেমন?’

সেইসাথে মহিলাদের প্রতি সম্মান করা শেখাতেৎটুইটারে তিনি লিখছেন, ‘যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কী ভাবে মহিলাদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালিবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’

মাহিকার কথায় ‘আমি শিখেছি ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কী ভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান মহিলাদের জন্য চিন্তা হচ্ছে।’ মাহিকার এই টুইট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক ট্রোল। কেউ তাঁকে সাবধান করে লিখেছেন, ‘ওরা তোমায় মেরে ফেলবে।’ আর একজন লিখেছেন, ‘তালিবানরা তোমার মতোই সুন্দরী মেয়েদের খুঁজছে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥