বলিউডের জনপ্রিয় অভিনেতা তথা পরিচালক হলেন মহেশ মাঞ্জরেকারের (Mahesh Manjrekar)। বিগত বেশ কিছুদিন ধরেই সালমান খান অভিনীত ফ্যান্টম পরিচালনা করে শিরোনামে রয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডর বাদশাহ শাহরুখ খান সম্পর্কে মুখ খুলেছেন অভিনেতা। অনুযোগের সুরে তিনি দাবি করেছেন শাহরুখ তার প্রতিভার প্রতি সুবিচার করেননি।
এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে মহেশ মাঞ্জরেকার বলেছেন, ‘আমার মনে হয় শাহরুখ এমন একজন অভিনেতা যিনি তার প্রতিভার প্রতি সুবিচার করতে পারেনি তিনি। আর তার অন্যতম কারণ তিনি চান না ছক ভেঙে বেরোতে। উনি কখনও নিজের কমফোর্ট জোন ছেড়ে বেরোতে পারেন না। উনি সবসময় নিজের লাভারবয় ইমেজ বজায় রাখতে চান। তাই ওনার এই চিরাচরিত খোলস ভেঙে বেরোনো উচিত।’
এখানেই শেষ নয় মাঞ্জরেকার আরও বলেন ‘শাহরুখ এখনও এমন একজনের চরিত্রে অভিনয় করেন যেটা রণবীর কাপুর বা রণবীর সিংও করছেন। তাহলে লোকেরা শাহরুখকে কেন দেখবে? তারা শাহরুখকে এমন একটি চরিত্রে দেখতে চাইবেন যাতে তাদের মনে হয় এই চরিত্রটি শাহরুখের জন্যই তৈরি হয়েছে।’
তাই তিনি মনে করেন শাহরুখের এমন একটি চরিত্রে অভিনয় করা উচিত,যেটায় ওনার বয়সের সাথে সবকিছু মানানসই হবে।সেইসাথে তিনি বলেন ‘ আমি মনে করি তার ‘আউট অফ দ্য বক্স’ কিছু করা উচিত। যা একটি দুর্দান্ত কাজ হবে। উনি এমনিতেই একজন দুর্দান্ত অভিনেতা।’
মহেশ মাঞ্জরেকার রণবীর সিং এবং রণবীর কাপুর সম্পর্কেও নিজের মতামত শেয়ার করেছেন । তিনি বলেছিলেন যে ‘রণবীর একজন ভাল অভিনেতা হলেও তিনিও নিজস্ব খোলসে রয়েছেন।তাকে কিছুটা সঞ্জয় দত্তের মতো মনে হচ্ছে।’ তবে তিনি রণবীর কাপুরকে ‘একজন অসাধারণ অভিনেতা’ বলে মনে করেন। অন্যদিকে সালমান খান সম্পর্কে তিনি জানান সালমানের মধ্যে ‘খুবই সৎ কিছু’ আছে।