• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহেশ ভাট কে ডন বললেন তারই বৌমা, মেয়ে ও ড্রাগস নিয়ে ফাঁস করলেন বড়সড় কেচ্ছা

রিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়ানোর পর থেকেই বলিমহলে নাম খারাপ হয়েছে পরিচালক মহেশ ভাটের। এইবার সেই নিন্দার আগুনেই ঘি ঢাললেন মহেশের ভাগ্নে-বৌ অর্থাৎ বৌমা লুভিয়েনা লোধ। লুভিয়েনার অভিযোগ, তাঁর নিজের বাড়ি থেকেই তাঁকে উৎখাত করতে উদ্যোগী হয়েছেন তাঁর মামাশ্বশুর!

মহেশের বোনপো সুমিত সাভারওয়ালের স্ত্রী হলেন লুভিয়েনা আদতে পেশায় অভিনেত্রী। ২০১০ সালে ‘কাজরারে’ ছবিতে হিমেশ রেশমিয়ার বিপরীতে বলিউডে আগমন লুভিয়েনার। সম্প্রতি লুভিয়েনা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি ভিডিওতে পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেন। বলিপাড়ার খবর বলছে, মহেশের বিরুদ্ধে এ বিষয়ে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।

ভিডিওতে লুভিয়েনা জানান, “সম্প্রতি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছি আমি, কারণ আমি জানতে পেরেছি স্বপ্না পাব্বি, আমাইরা দস্তুরের মতো অভিনেত্রীদের মাদক পাচার করে সুমিত। মহেশ ভাট সম্পূর্ণ বিষয়টা জানেন।” সুর চড়িয়ে তিনি বলেন, “ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন মহেশ ভাট। ওঁর নিয়ম না মানলে তার জীবন নরকে পরিণত করে দেন উনি। বহু মানুষের কাজ ছিনিয়ে তাদের জীবন নষ্ট করতে ওনার জুড়ি মেলা ভার। ওঁর একটা ফোন কলে মানুষের কাজ চলে যায়।” অভিনেত্রীর কথায়, “যেদিন থেকে ওঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, উনি আমার বাড়িতে ঢুকে আমাকে বাড়িছাড়া করার চেষ্টা করে যাচ্ছেন। অভিযোগ দায়ের করা হলেও কোনো ব‍্যবস্থা নেওয়া হয়নি।”লুভিয়েনা জানিয়েছেন যে নিজের পরিবারের সুরক্ষার্থেই এই ভিডিওটি করা।

ভিডিওতে বিস্ফোরক মন্তব্য করেন লুভিয়েনা। তিনি জানিয়েছেন, “যদি আমার বা আমার পরিবারের কিছু হয় তাহলে মহেশ ভাট, মুকেশ ভাট, সুমিত সাভারওয়াল, সাহিল সেহগল ও কুমকুম সেহগলই দায়ী থাকবেন। মানুষের জানা উচিত সকলের আড়ালে এঁরা কি কি করতে পারেন।”

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥