দেশব্যাপী বিরাট সাফল্য পেয়ে চলেছে একের পর এক দক্ষিণী সিনেমা। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে এখন গোটা দেশের সিনেমা প্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দক্ষিণী সিনেমা (South Indian Film)। আর সাউথের সিনেমার এই আকাশছোঁয়া সাফল্যের ফলে এখন স্বভাবতই বাজার গরম দক্ষিণী সুপারস্টারদের।বলিউড থেকে ডাক আসছে অভিনয়েরও।
দক্ষিণী সিনেমা জগতের এমনই একজন জনপ্রিয় সুপারস্টার হলেন মহেশ বাবু (Mahesh Babu)।প্রসঙ্গত আগামী ২৭শে মে রিলিজ হতে চলেছে মহেশ বাবু অভিনীত ‘মেজর’ (Major) ছবিটি। সম্প্রতি এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বলিউড (Bollywood) প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে সম্প্রতি শিরোনামে এসেছেন সাউথের এই চকলেট বয়।
বলিউডে অভিনয়ের বিন্দু মাত্র ইচ্ছা প্রকাশ না করেই গোটা সংবাদমাধ্যমের সামনে সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে কার্যত বোমা ফাটিয়ে সাউথের এই সুপারস্টারের দাবি ‘বলিউডের আমাকে দিয়ে কাজ করানোর ক্ষমতা নেই। সেই জন্যই আমি সময় নষ্টও করতে চাই না’। বলিউড প্রসঙ্গে অভিনেতার এহেন মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে চারদিকে।
এরই মধ্যে বৃহস্পতিবার অর্থাৎ ১২মে মুক্তি পেয়েছে মহেশ বাবু অভিনীত সিনেমা ‘সরকারু ভারি পাটা’।শুরুতে দারুন ব্যাটিং করলেও মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। ধীরে ধীরে ছবিটির বক্স অফিস কালেকশন অর্ধেকের বেশি কমতে শুরু করেছে। সিনেমার বক্স অফিস কালেকশন কমার সাথে সাথেই সুর নরম হতে শুরু করেছে মহেশ বাবুরও।
‘মেজর’ সিনেমার ট্রেলর লঞ্চের দিনেই শুধু নয় তার আগেও একাধিকবার মহেশ বাবু বলেছিলেন তিনি কখনই হিন্দি ছবিতে কাজ করবেন না। যদিও এখন পুরোপুরি উল্টো সুর মহেশ বাবুর গলায়। এখন তিনি বলছেন, সেদিন তিনি মজা করেই এসব কথা বলেছিলেন। শুধু তাই নয় এখন উল্টে তিনি বলেছেন হিন্দি সিনেমা নিয়ে তার কোনও সমস্যা নেই বরং হিন্দি সিনেমাতে তিনি অভিনয় করতেও প্রস্তুত।