• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২২ গজে ছক্কা হাঁকানোর পর, এবার বড় পর্দায় নতুন ভূমিকায় ধোনি, উচ্ছ্বসিত ভক্তরা

মহেন্দ্র সিং ধোনি,ক্রিকেট,ধোনি,বলিউড,নয়নতারা,Mahendra Singh dhoni,Bollywood,nayantara

নাম তো শুনাহি হোগা! ৭ নম্বর ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়া ছেলেটির নাম মহেন্দ্র সিং ধোনি (Mahendra singh Dhoni) । প্রথম দেখেই সৌরভ যার প্রতি বিশ্বাস রেখে বলেছিলেন, ‘আমাদের দলে এক নতুন চাবুক ব্যাটসম্যান যোগ দিয়েছে। মিলিয়ে নিও, ও ভবিষ্যতের তারকা।’ হ্যাঁ সৌরভের কথা মিলিয়েই দেখিয়ে দিয়েছেন ‘ক্যাপ্টেন কুল’। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মেজাজ না হারিয়ে একেবারে ঠান্ডা মাথায় কাজ করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকেই ইতিমধ্যেই অবসর নিয়েছেন তিনি। তবে এখনো চালিয়ে যাচ্ছেন খেলা।

২২ গজে ম্যাজিক দেখানোর পর এবার নাকি বড় পর্দায় যুক্ত হতে চলেছেন ধোনি। ২০১৬ সালে বক্স অফিসে বিপুল সাফল্য কুড়িয়েছিল ধোনির বায়োপিক, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (M S Dhoni : The Untold Story)। এবার অন্য ভাবে নতুন রূপে বিনোদন জগতের সাথে যুক্ত হতে চলেছেন তিনি৷

মহেন্দ্র সিং ধোনি,ক্রিকেট,ধোনি,বলিউড,নয়নতারা,Mahendra Singh dhoni,Bollywood,nayantara

ধোনি এবার প্রযোজনা করবেন তামিল ছবি। আর ছবিতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দক্ষিণী অভিনেত্রী নয়ন তারা। শোনা যাচ্ছে, আইপিএল শেষ হলেই ছবির শ্যুটিং সহ অন্যান্য ঘোষণা সারবেন ধোনি। ধোনি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ‘অথর্ব’ নামের এক পৌরাণিক ওয়েব সিরিজেও নাম ভূমিকায় দেখা যাবে বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে।

মহেন্দ্র সিং ধোনি,ক্রিকেট,ধোনি,বলিউড,নয়নতারা,Mahendra Singh dhoni,Bollywood,nayantara

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায় এক যোদ্ধার চেহারায় ‘দৈত্য-দানব’দের সঙ্গে লড়াই করছেন ধোনি। ক্রিকেটারকে রি ক্ষেত্রে উতসাহ দিয়েছেন ধোনি পত্নী সাক্ষী। এদিকে নয়নতারাকেও খুব শিগগিরই দেখা যাবে বড় পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥