• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক মাসে বাড়ির বিদ্যুতের খরচ ৮০ কোটি! বিল দেখেই কপালে হাত ৮০ বছরের বৃদ্ধের

টেকনোলজি নির্ভর বিশ্বে বলতে গেলে সব কিছুর জন্য প্রয়োজন বিদ্যুৎ। এই কারণেই বাড়িতে বিদ্যুৎ থাকা বিশাল গুরুত্বপূর্ণ। কিন্তু দিন দিন মূল্যবৃদ্ধির বাজারে বিদ্যুতের বিলও (Electric Bill) মাথা চাড়া দিচ্ছে। আগে সারা মাসে যা বিদ্যুতের বিল আসত তা এখন অনেকটাই বেড়ে গেছে। কারণ আগের থেকে আমরা অনেক বেশি বিদ্যুতের ওপর নির্ভর হয়ে পড়েছি। যেমন টিভি, ফ্রিড, ইদ্যাদি আর গরমকালে তো কথাই নেই! গরমের হাত থেকে রেহাই পেতে এসি ব্যবহার করতে সাময়িক স্বস্তি পেলেও মাসের শেষে বিদ্যুতের বিল দেখে চক্ষু চড়ক গাছ হবার জোগাড় হয়।

এবার গরম পড়তে না পড়তেই এক অস্বাভাবিক বিদ্যুতের বিলের খবর পাওয়া গেল। যেমনটা জানা যাচ্ছে এক মাসের বিদ্যুৎ খরচ হিসাবে ৮০ কোটি টাকার বিল ধরানো হয়েছে এক ৮০ বছরের বৃদ্ধকে। আর এমন ভয়ানক বিল দেখে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। কি শুনে আপনিও অবাক হলেন মনে হচ্ছে!

   

Electric Bill of 80 Crore by MSEDCL

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নালাসোপারায়। সেখানে গণপতি নায়েক নামক এই ৮০ বছরের ব্যক্তির নামেই হয়েছে এই ভয়ঙ্কর ও অস্বাভাবিক অঙ্কের বিদ্যুতের বিল। যেখানে স্বাভাবিকের থেকে ১ অথবা ২ হাজার টাকা বেশি বিল এলেই চিন্তা ধরে যায় সেখানে ৮০ কোটির বিল দেখা মাত্রই অসুস্থ বোধ করেন নায়েকবাবু। উত্তেজনার বসে রক্তচাপ বেড়ে যায় তাঁর। পরিবারের লোকেরা তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করেন।

Electric Bill of 80 Crore by MSEDCL

জানা যাচ্ছে গাণপতিবাবু স্থানীয় একটু ধকলের মালিক। কিন্তু এই অস্বাভাবিক বিল দেখে নিজেকে আর স্থির রাখতে পারেননি তিনি। তাকে হাসপাতালে ভর্তি করার পর পরিবারের লোকেরা বিদ্যুৎ বন্টন সংস্থা মহারাষ্ট্র স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (MSEDCL) এর অফিসে যান ও কমপ্লেন করেন। এরপর নিজেদের ভুল স্বীকার করেন MSEDCL এর কর্মীরা, তাদের সামান্য ভুলের কারণেই এই ভয়ংকর ভুল হয়েছে। যার জেরে প্রাণহানি পর্যন্ত হতে পারত।

site