বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা সকলেরই জানা। তেমনি আরও একটা কথা সবার জানা সেটা হল বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। সারাটা বছর এই ৪টে দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে সকলে। তাই তো পুজো আসছে ভাবনাই মন খুশি করে তোলে। আর রথযাত্রা পালা দিয়েই শুরু পুজোর দিন গোনা। সম্প্রতি বাঙালি দর্শকদের জন্য এক দারুন খবর মিলেছে। মহালয়া নিয়ে এই খবর সত্যিই খুশির জোয়ার এনে দিয়েছে দর্শক মনে।
আসলে বাঙালিদের প্রতিদিনের বিনোদনের সাথে বাংলা সিরিয়াল ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। যে কারণে সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের প্রতি একটা আলাদাই টান তৈরী হয়। পছন্দের তারকাদের নিয়েই সারাটা বছর মাতামাতি আলোচনা চলতেই থাকে। তাই প্রিয় মুখকেই যদি মহিষাসুর মর্দিনী রূপে দেখা যায় তাহলে তো খুশি হতেই হবে, কি তাই না?
প্রতিবছর মহালয়ার দিনে বাংলা চ্যানেলে মহিষাসুর মর্দিনী দেখানো হয়। যেখানে কখনো কোয়েল তো কখনো শুভশ্রীদের মত তারকাদের দেখা যায় মা দুর্গার রূপে। অবশ্য সিরিয়ালের অভিনেত্রীদের দেখা গিয়েছে একাধিকবার। তবে এবছর বাংলার সেরা সিরিয়ালের মধ্যে একটি মিঠাই সিরিয়ালের ভক্তদের জন্য দারুন খুশির খবর মিলেছে।
সূত্রমতে জানা যাচ্ছে এবছর মহিষাসুর মর্দিনী রূপে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে দেখা যেতে পারে। জি বাংলার মহালয়ের অনুষ্ঠানেই এমনটা হতে পারে বলে জানা যাচ্ছে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই খুশিতে উচ্ছসিত হয়ে পড়েছে দর্শকেরা। অবশ্য মহালয়াতে এই প্রথম নয়, এর আগেও দেখা গিয়েছিল সৌমিতৃষাকে।
গতবছর বছর ‘দেবী কমলে কামিনী’ এর রূপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে গতবছর মহিষাসুর মর্দিনী চরিত্রে দেখা গিয়েছিল টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। এখন অপেক্ষা মহালয়ার প্রথম প্রোমো ভিডিও প্রকাশ্যে আসার অপেক্ষা। তবে শুধু মা দূর্গা নয়, দেবাদিদেব মহাদেবের চরিত্রেও বড়সড় চমক থাকতে পারে।
জানা যাচ্ছে ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের রুবেলকে দেখা যেতে পারে মহাদেবের চরিত্রে। এই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন সৌমিতৃষা ও রুবেল। এই জুটি কতটা প্রভাব ফেলতে পারে দর্শকদের মনে সেটাই দেখার বিষয়।
প্রসঙ্গত আগেও একাধিক জনপ্রিয় অভিনেত্রীদের দেখা গিয়েছে মহালয়াতে। যেমন শ্রীময়ী সিরিয়ালের অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে দেখা গিয়েছিল মা দুর্গার রূপে। গতবছরই যমুনা ঢাকি সিরিয়ালের যমুনা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা গিয়েছিল আদ্যাশক্তি মহামায়া রূপে।