• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অসামান্য প্রতিভা সত্ত্বেও শেষ জীবনে ভুগতে হল আর্থিক সংকটে, প্রয়াত ‘মহাভারত’ এর ভীম অভিনেতা

হিন্দু ধর্মের অন্যতম পৌরাণিক কাহিনী ‘মহাভারত’ (Mahabharata)। মহাভারতের কাহিনী নিয়ে একাধিক সিরিয়াল থেকে শুরু করে চলচ্চিত্র তৈরী হয়েছে। বিখ্যাত এই ‘মহাভারত’ সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা প্রবীণ কুমার সোবতি (Praveen Kumar Sebati)। নিজের অভিনয়  দিয়ে দর্শকে মন জিতে নিয়েছিলেন তিনি। সম্প্রতি ভীম অভিনেতা প্রয়াত হয়েছেন। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মহাভারত সিরিয়ালে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। তবে এছাড়াও একাধিক প্রতিভা ছিল তাঁর। শুধুমাত্র অভিনয়ে নয় বরং খেলা ধুলা থেকে দেশের জন্য কাজ সবেতেই ওস্তাদ ছিলেন তিনি। অভিনয়ে আসার আগে হ্যামার ও ডিসকাস থ্রোতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন প্রবীণ কুমার সোবতি। ভারতের হয়ে এশিয়ান গেমসে ২টি সোনা, ১টি রুপো ও ১টি ব্রোঞ্জ মেডেল জিতে এনেছিলেন তিনি।

   

Praveen Kumar Sebati,Mahabharata Bhim Actor,প্রবীণ কুমার সেবাতি,Praveen Kumar Sebati Passed Away,Mahabharata Bhim Actor Praveen Kumar Sebati

এশিয়ান গেমস ছাড়াও কমনওয়েলথ গেমসেও দেশের নাম উজ্জ্বল করেছিলেন। পেয়েছিলেন প্রবীণ অর্জুন পুরস্কার। খেলার জগতের পর তিনি দেশের সেবায় নিয়োজিত হন। বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) জয়েন করেন বেশ কিছুদিনের জন্য। তবে কয়েকবছর পর শেষমেশ ঠিক করেন অভিনয়ের জগতে পা রাখবেন। এরপর আসেন অভিনয়ের জগতে আসেন প্রবীণ কুমার সোবতি।

Praveen Kumar Sebati,Mahabharata Bhim Actor,প্রবীণ কুমার সেবাতি,Praveen Kumar Sebati Passed Away,Mahabharata Bhim Actor Praveen Kumar Sebati

‘মহাভারত’ সিরিয়ালে ভীমের চরিত্রে অভিনয়ের সুযোগ পান। যার জেরে তাঁর জনপ্রিয়তাও বাড়তে থাকে। তবে শুধু সিরিয়ালের আটকে থাকেননি অভিনেতা। অমিতাভ বচ্চনের ‘শাহেনশাহ’, ধর্মেন্দ্রর সাথে ‘লোহা’ এমন একাধিক ছবিতেও দেখা গিয়েছে তাকে। এরপর অভিনয়ের পাশাপাশি  রাজনীতিতেও যোগ দেন। ২০১৩ সালে আমি আদমি পার্টির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। তবে বিগত বেশ কয়েক মাস যাবৎ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

Praveen Kumar Sebati,Mahabharata Bhim Actor,প্রবীণ কুমার সেবাতি,Praveen Kumar Sebati Passed Away,Mahabharata Bhim Actor Praveen Kumar Sebati

অসুস্থতার কারণে বাড়িতেই ছিলেন কয়েক মাস ধরে। শেষ জীবনে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে এমনকি একজন প্রতিভাবানকে। নিজের ক্ষোভ উগরে প্রবীণ কুমার জানিয়েছিলেন, সরকার এশিয়ান গেমসের প্রতিযোগী বা পদক যেটা ব্যক্তিদের জন্য পেনশন দিলেও তাকে সেটা দেওয়া হয়নি। সৎ মায়ের মত আচরণ করা হয়েছে তাঁর সাথে। শেষমেশ সোমবার অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি হার্ট অ্যাটাকে মৃত্যু তাঁর।