• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাংলা টেলিভিশনে প্রথম বার দেখা মিলবে ডান্স ক্যুইন মাধুরীর! সাথে সুপারস্টার দেব ও জিৎ

Madhuri dixit,super singer,star jalsha,dev,jeet,মাধুরী দীক্ষিত,সুপার সিঙ্গার,দেব,জিৎ

বাংলা বিনোদনের অন্যতম জনপ্রিয় অঙ্গ হল রিয়েলিটি শো। সিরিয়ালের পাশাপাশি রিয়েলিটি শো গুলোরও যথেষ্ট চাহিদা। আর সবচেয়ে চমক থাকে রিয়েলিটি শো গুলির গ্র‍্যান্ড ফিনালেতে। এবার দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসছে স্টার জলসা। দিন কয়েক আগেই ‘ডান্স ডান্স জুনিয়র’ এর গ্র‍্যান্ড ফিনালেতে অতিথি হিসেবে এসেছিলেন সানি লিওনি, হেলেনের মতো বিখ্যাত তারকারা।

এবার আরও বড় চমক মিলবে স্টার জলসার চলতি শো সুপার সিঙ্গারের গ্র্যান্ড ফিনালেতে। এখানে উপস্থিত থাকবে সঙ্গীত জগতের তাবড় তাবড় সব শিল্পীদের চাঁদের হাট। শেষের জন্য দিন গুনছে সুপার সিঙ্গার নামের এই শো-টি। এই মুহুর্তে ফাইনাল ১০ প্রতিযোগীদের মধ্যে চলছে জোর টক্কর।

Madhuri dixit,super singer,star jalsha,dev,jeet,মাধুরী দীক্ষিত,সুপার সিঙ্গার,দেব,জিৎ

এই শো-এর সঞ্চালক যীশু সেনগুপ্ত। আর বিচারকের আসনে রয়েছেন সোনু নিগম, কৌশিকী চক্রবর্তী এবং কুমার শানুকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই রিয়েলিটি শো য়ের গ্র‍্যান্ড ফিনালের প্রোমো। যেখানে সঙ্গীত জগতের মহারথীরা তো থাকছেন পাশাপাশি থাকছেন জিৎ দেবের মতো টলি সুপারস্টারেরাও।

Madhuri dixit,super singer,star jalsha,dev,jeet,মাধুরী দীক্ষিত,সুপার সিঙ্গার,দেব,জিৎ

তবে এর চেয়েও বড় চমক হল এই গ্র‍্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন বলিউডের ডান্স ক্যুইন মাধুরী দীক্ষিত। এই প্রথমবার বাংলার কোনোও মঞ্চে নেচে স্টেজ মাতাবেন মাধুরী৷ তার কালজয়ী গান ‘এক দো তিন’ এ নাচতেও দেখা যাবে তাকে। জিৎ করবেন তার আসন্ন ছবির প্রচার। সব মিলিয়ে একেবারে ধামাকাদার একটা ফিনালে অপেক্ষা করছে দর্শকদের জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥