হিন্দি সিনেমা জগতের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বলিউডের ধক ধক গার্ল মাধুরী দিক্ষীত (Madhuri Dixit) । দীর্ঘদিন দিন ধরে তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা দুনিয়া। আজও তাঁর চোখের এক ইশারাতেই পিছলে যায় অসংখ্য পুরুষ হৃদয়। তবে মাধুরীর অভিনয় কিংবা নাচের দক্ষতা পাশাপাশি সব কিছুকে ছাপিয়ে গিয়েছে তার এভারগ্রীন সৌন্দর্য (Evergreen Beauty)।
বয়স ৫৪-র কোঠা পেরিয়েও মাধুরী দিক্ষীতের মতো এভারগ্রীন সুন্দরী অভিনেত্রী বিরল গোটা বিশ্বে।তাই তাকে এক ঝলক দেখতে আজও পাগল তাঁর অসংখ্য অনুরাগী। এরই মধ্যে গোটা দেশে কার্যত শোরগোল ফেলে দিয়েছে একটি খবর। হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছেন বলিউডের ধক ধক গার্ল।কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মাধুরী দিক্ষিতকে।
রহস্য দানা বেঁধেছে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর শেষ পোস্ট কে ঘিরে। যা দেখে মাধুরীর নিখোঁজের পিছনে অপহরণের রহস্য খুঁজছে বলিউড। সম্প্রতি নিজের ইনস্টাতে মাধুরী লিখেছেন, “শুনেছিলাম স্টারডম এক মুহূর্তে শেষ হয়ে যায়। কিন্তু যদি সুপারস্টার নিজেই নিখোঁজ হয়ে যায় তখন কী হয়। এ কথা কখনও শুনিনি।”
এই পর্যন্ত পড়ে অনেকেই হয়তো ভাভতে শুরু করেছেন, ঠিক কী চলছে বলিউডের সুন্দরী অভিনেত্রীর মনের মধ্যে, অন্যদের মতো তিনিও কি অবসাদগ্রস্ত, কিংবা হঠাৎ কোথায় যেতে পারেন বলিউডের এই এভারগ্রীন অভিনেত্রী, এমনই নানান প্রশ্ন। কিন্তু না, চিন্তার কোনো কারণ নেই। আসলে তিনি হারিয়েছেন, তবে তা চরিত্রের খাতিরে। আগামী ২৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে মাধুরীর প্রথম ওয়েব সিরিজ ‘ফেমগেম”।
এই ওয়েব সিরিজে অনামিকা আনন্দ নামের এক জনপ্রিয় অভিনেত্রীর ভূমিকায় দেখা যাবে মাধুরী কে। উল্লেখ্য এই ওয়েব সিরিজে দেখা যাবে একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি অনামিকার রয়েছে সুখের সংসার। কিন্তু সেই সংসার কী আদৌ সুখের! অভিনয় করতে করতে অনামিকা ওরফে মাধুরী যেন নিজের স্বত্ত্বাকেই ভুলে গিয়েছেন। একটি রাতে বদলে যায় তাঁর জীবন। উধাও হয়ে যান তিনি। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে মাধুরী লিখেছেন, “এবার নিজের জীবনের পারফেক্ট গল্প বলতে আসছে অনামিকা আনন্দ। ২৫ ফেব্রুয়ারিতেই সব জানা যাবে।”
View this post on Instagram